ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

ফুটবল বিশ্বকাপ

হতাশার রাতে পেলের পাশে নেইমার

স্পোর্টস ডেস্ক

(২ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২২, শনিবার, ২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৪ অপরাহ্ন

mzamin

ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই থেমে গেল ব্রাজিলের দৌড়। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের আশা জলাঞ্জলি দিয়ে গত রাতে দোহার এডুকেশন সিটি স্টেডিয়াম ত্যাগ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোটি কোটি ব্রাজিল সমর্থকের সঙ্গে স্টেডিয়ামে কান্নায় ভেঙে পড়েন নেইমার-কাসেমিরো। তবে হতাশার এই রাতে গোলের এক রেকর্ডে কিংবদন্তী পেলেকে স্পর্শ  করেন নেইমার ।  
ক্রোয়েশিয়ার জমাট রক্ষণে একের এক আছড়ে পড়ছিল সব প্রচেষ্টা। অবশেষে অতিরিক্ত সময়ে গিয়ে ডেডলক ভাঙেন নেইমার। দলকে এগিয়ে নেওয়া গোলে বসলেন কিংবদন্তির পাশে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকার শীর্ষে এখন দুটি নাম- পেলে ও নেইমার। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে রেকর্ড ছোঁয়া গোলটি করেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে পেলে ও নেইমারের গোল এখন সমান ৭৭টি। ১০৫তম মিনিটে একজনের চ্যালেঞ্জ এড়িয়ে পাকেতার বাড়ানো বল নিয়ন্ত্রণে নেন নেইমার। ছুটে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন গোলরক্ষক। তাকেও কাটিয়ে কাছ থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন পিএসজি ফরোয়ার্ড। ১৯৭১ সালে অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নিজের শেষ গোলটি করেছিলেন পেলে। ৫১ বছর পর তাকে ছুঁলেন নেইমার।  পেলে ৭৭ গোল করেছিলেন ৯২ ম্যাচে। নেইমারের লাগল ১২৪ ম্যাচ।  অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। বর্তমানে সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। হাসপাতালে থেকেই উত্তরসূরিদের সবসময় অনুপ্রেরণাদায়ী বার্তা দেন তিনি।
 

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status