ফুটবল বিশ্বকাপ
পেলের আশীর্বাদ নিয়ে মাঠে নামছেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
পোল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে কিংবদন্তি পেলের একটি রেকর্ড ভেঙে দেন কিলিয়ান এমবাপ্পে। ২৫ বছর ২৬২ দিন বয়সে বিশ্বকাপ আসরে ৭ গোল করেছিলেন পেলে। ২৩ বছর বয়সেই ৯ গোল করে পেলেকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। ব্রাজিলিয়ান কিংবদন্তি হাসপাতালে থাকার সময় তার সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছিলেন এমবাপ্পে। এজন্য এমবাপ্পেকে ধন্যবাদ জানিয়েছেন পেলে। সঙ্গে রেকর্ড ভেঙে দেওয়ায় ফরাসি তারকাকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। গত সপ্তাহে পেলে অসুস্থ হয়ে পড়লে এমবাপ্পে টুইট করেন, ‘রাজার জন্য প্রার্থনা।’ সেই টুইটের রিপ্লাইয়ে এমবাপ্পেকে ‘বন্ধু’ সম্বোধন করে পেলে লিখেছেন, ‘ধন্যবাদ (এমবাপ্পে)। বিশ্বকাপে আমার এক রেকর্ড তোমাকে ভাঙতে দেখে খুব ভালো লাগছে বন্ধু।’
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করেন পেলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল। আর ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৩ ম্যাচে ৩৩ গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপে ১১ ম্যাচে তার গোলের সংখ্যা ৯। পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন এমবাপ্পে। ৭৪তম মিনিটে বুলেট গতির শটে নিজের প্রথম গোলটি করেন এমবাপ্পে। এই গোলেই তিনি ভেঙে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড। ২৪-এ পা দেওয়ার আগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি ১৯৬৬ থেকে ধরে রেখেছিলেন তিনি। ১৯৫৮ সালে নিজের অভিষেক বিশ্বকাপে ৬ গোল করেন পেলে। পরের আসরে করেন এক গোল। দু’বারই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। পোল্যান্ডের বিপক্ষে যোগকরা সময়ের প্রথম মিনিটে বিশ্বকাপে নিজের নবম গোলটি করেন এমবাপ্পে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসিও করেছেন বিশ্বকাপে নিজের নবম গোল। তবে ৯ গোল করতে মেসি খেলেছেন ২৩ ম্যাচ আর এমবাপ্পের লেগেছে মাত্র ১১ ম্যাচ।