ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

ফুটবল বিশ্বকাপ

রোনালদোর সঙ্গে কী কথা হয়েছিল কোচের?

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
mzamin

শেষ ষোলোর ম্যাচে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে বাইরে রেখে একাদশ সাজিয়েছিলেন পর্তুগালে কোচ ফার্নান্দো সান্তোস। এ কারণে রোনালদো নাকি বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে যেতে চেয়েছিলেন। অবশ্য রোনালদোর সঙ্গে তার বনিবনার অভাব নেই বললেন পর্তুগিজ কোচ। বরং তিনি জানান ম্যাচের আগেই রোনালদোর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছিল। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার তাকে বদলি নামানোর সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই নিয়েছিলেন বলে জানালেন সান্তোস।  পর্তুগাল দলের কোচ ফার্নান্দো সান্তোস বলেন, ‘‘ম্যাচের দিন লাঞ্চের পর আমি তার সঙ্গে কথা বলেছিলাম এবং আমার অফিসে তাকে আসতে বলেছিলাম। স্বাভাবিকভাবেই (রোনালদো) খুব খুশি ছিল না, কারণ সবসময় সে শুরুর একাদশের খেলোয়াড়। সে আমাকে বললো, ‘আপনি কি মনে করেন, এটা ভালো সিদ্ধান্ত?’ আমাদের মধ্যে স্বাভাবিকভাবে আলোচনা হয়েছিল, আমি আমার ভাবনা তাকে বিস্তারিত বলি এবং অবশ্যই সে মেনে নেয়। আমাদের মধ্যে খুব খোলামেলা এবং স্বাভাবিক আলোচনা হয়েছিল।”  রোনালদোকে ঘিরে চলমান নানা বিতর্কের এই পর্বের শুরু মূলত গ্রুপ পর্বের শেষ রাউন্ডে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে ৬৫তম মিনিটে তাকে তুলে নেন কোচ। তখন বিড়বিড় করে কিছু একটা বলতে দেখা যায় তাকে। ক্যামেরায় যতটুকু ধরা পড়ে, তাতে মনে হয় রোনালদো বলছিলেন, ‘আমাকে তুলে নেওয়ার জন্য যেন অস্থির হয়ে গেছে।’  পরদিন সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠলে সান্তোস সরাসরি বলেন, রোনালদোর অমন প্রতিক্রিয়া ভালো লাগেনি তারা। অবশ্য একই সঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি অধিনায়কের সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি সেখানেই শেষ। এরপরই সুইজারল্যান্ড ম্যাচের শুরুর একাদশ থেকে রোনালদোকে বাদ দেওয়ার খবর আসে। পরদিন আবার কয়েকটি গণমাধ্যমে বলা হয়, নিয়ম ভেঙে দলীয় অনুশীলনে যোগ দেননি তিনি। বিশ্বকাপের মাঝপথে দল ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছেন, বৃহস্পতিবার ইউরোপের অনেক সংবাদমাধ্যমে আসে খবরটি। এরপরই পর্তুগালের ফুটবল ফেডারেশন (এফপিএফ)-এর পক্ষ থেকে এসব খবর মিথ্যা বলে বিবৃতিতে জানানো হয়।  

 

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status