ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

অদম্য মরক্কোকে নিয়ে সতর্ক পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
mzamin

কাতার বিশ্বকাপের বড় চমক মরক্কো। আসরের অপরাজিত তিন দলের একটি তারা। হারিয়েছে বেলজিয়াম-স্পেনের মতো হেভিওয়েট দলকে। আজ ফিফা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে মরক্কো-পর্তুগাল। কাতারের আল থুমামা স্টেডিয়ামে খেলা শুরু রাত ৯টায়। আফ্রিকার চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছে মরক্কো। আর আরব দেশগুলোর মধ্যে এ নজির প্রথম। জায়ান্ট কিলার মরক্কোকে নিয়ে সতর্ক পর্তুগিজরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ বলেন, ‘এটা কঠিন ম্যাচ হতে চলেছে। মরক্কো অসাধারণ দল।

বিজ্ঞাপন
তারা গ্রুপসেরা হয়েছিল। স্পেনকেও হারিয়েছে। তাদের সামর্থ্য সম্পর্কে সচেতন আমরা।’ ব্রুনো বলেন, ‘সবসময়ের মতো আমরা সর্বোচ্চ পারফরম্যান্স দেখাতে চাই। নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে। বুঝতে হবে, ঠিক কী করলে ম্যাচটি জিতব। গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজেদের স্বাভাবিক খেলা দেখানো। আমরা জানি, এটা কঠিন ম্যাচ হতে চলেছে।’ কাতার বিশ্বকাপে মরোক্কানদের সমর্থন চোখে পড়ার মতো। দলের অভাবনীয় সাফল্যে সাপোর্টারদেরও কৃতিত্ব দিচ্ছেন কোচ ওয়ালিদ রেগরাগি। তিনি বলেন, ‘মরোক্কান জনগণের সমর্থন ছাড়া আমরা কিছুই অর্জন করতে পারতাম না। চারদিন আগে, কিছু মানুষ হোটেলে এলো এবং টিকিট চাইলো। তাদের মধ্যে অনেকেই আমাদের অনুপ্রেরণা যুগিয়েছেন। আমরা বলেছি তাদের প্রয়োজন আমাদের। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়তে। আরব সমর্থকদেরকেও চাই আমরা, আলজেরিয়ান, তিউনিশিয়া এবং আফ্রিকানদের। আমরা জানি, বিশ্বের অনেক মানুষ আমাদের সমর্থন করেন।’ 

রোড টু কোয়ার্টার 

ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করে পর্তুগাল। নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফার্নান্দো সান্তোসের দল। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হারলেও ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোতে যায় পর্তুগাল। রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দেয় ইউরোপিয়ান দলটি। ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ে বিশ্বকাপ শুরু হয় মরক্কোর। নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে দেয় উত্তর আফ্রিকার দলটি। নিজেদের তৃতীয় ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে যায় ওয়ালিদ রেগ্রাগুইয়ের দর। শেষ ষোলোয় স্পেনের সঙ্গে নির্ধারিত  এবং অতিরিক্ত সময় গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে জয় পায় মরক্কো। 

ফেভারিট কে? 

বিশ্বকাপের আগে পর্তুগাল-মরক্কো ম্যাচ হলে, সেখানে নির্দ্বিধায় পর্তুগিজদের ফেভারিট বলা যেত। তবে কাতারে যে ছন্দ দেখাচ্ছেন হাকিমি-জিয়াশরা, তাতে মরক্কোর বিপক্ষে পর্তুগালকে ফেভারিট বিবেচনা করা কঠিন। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে মরক্কোর চেয়ে বেশ এগিয়ে পর্তুগাল। র‌্যাঙ্কিংয়ের নবম দল পর্তুগিজরা। ১৩ ধাপ পিছিয়ে ২২তম মরক্কো। দুই দলের স্কোয়াড বিবেচনায়ও শক্তিশালী পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কানসেলো, ফেলিক্স, গনসালো রামোস, পেপেদের নিয়ে তারার হাট ফার্নান্দো সান্তোসের দলে। আশরাফ হাকিমি, হাকিম জিয়াশ, ইয়াসিন বুনু, নুসাইর মাজরাওইদের নিয়ে মরক্কোও ব্যালেন্সড টিম। তবে পর্তুগালের মতো ততোটা শক্তিশালী নয়। রোনালদোদের বিপক্ষে মরোক্কানরা দলীয় পারফরম্যান্সে উতরে যেতে পারে।  

হেড টু হেড 

আন্তর্জাতিক ফুটবলে মাত্র দুইবার দেখা হয়েছে পর্তুগাল ও মরক্কোর। দু’বারই বিশ্বকাপে। ১৯৮৬ বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে প্রথম দেখায় পর্তুগালকে ৩-১ গোলে হারিয়েছিল মরক্কো। সবশেষ ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্বে মরক্কোকে ১-০ গোলে হারায় পর্তুগাল। 

বিশ্বকাপ ইতিহাস 

মরক্কোর চেয়ে পর্তুগালের বিশ্বকাপ ইতিহাস সমৃদ্ধ। কাতারের আগে আরো সাতটি আসর খেলেছে পর্তুগিজরা। বিশ্বকাপে পর্তুগালের সেরা সাফল্য সেমিফাইনাল। ১৯৯৬ সালের পর ২০০৬ আসরে দ্বিতীয়বারের মতো শেষ চারে খেলেছে দলটি। কাতারের আগে পাঁচবার বিশ্বকাপ খেলেছে মরক্কো। এবার নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে মরোক্কানরা।  

ইনজুরি আপডেট 

শেষ ষোলোতে স্পেনকে হারানোর ম্যাচে পেশীর চোট নিয়ে মাঠ ছাড়েন মরক্কোর নায়েফ অ্যাগুয়ের্ড। যেকারণে পর্তুগালের বিপক্ষে এই মরোক্কান সেন্টার ব্যাক অনিশ্চিত। অধিনায়ক রোমান সাইস উরুতে চোট পেয়েছিলেন। যদিও প্রাথমিক চিকিৎসার পর খেলতে কোনো অসুবিধা হয়নি তার। আশরাফ হাকিমি এবং নুসাইর মাজরাবি গোটা টুর্নামেন্টেই চোটের সঙ্গে লড়ছেন। ইনজুরি থাকলেও ম্যাচ খেলা চালিয়ে যাচ্ছেন তারা। পর্তুগাল স্কোয়াডেও চোট সমস্যা রয়েছে। ইনজুরির কারণে শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি দানিলো পেরেইরা ও নুনো মেন্দেজ। কোয়ার্টার ফাইনালেও অনিশ্চিত এই দুই খেলোয়াড়।

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status