ফুটবল বিশ্বকাপ
লোকের কথায় পর্তুগিজদের একতা ভাঙবে না: রোনালদো
স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, শনিবারসুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে জায়গা ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, কোচ ফার্নান্দো সান্তোসের সিদ্ধান্ত মানতে না পেরে বিশ্বকাপ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন সিআরসেভেন। নানা গুঞ্জনের মধ্যে মুখ খুললেন খোদ রোনালদো। বললেন, লোকের কথায় পর্তুগিজদের একতা ভেঙে পড়ার নয়। পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। দলটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ারও তিনি। কিন্তু সুইসদের বিপক্ষে বেঞ্চে বসে থাকতে হয়েছে পাঁচ ব্যালন ডি’অরের মালিককে। গত ১৮ বছরে এমন অভিজ্ঞতা হয়নি রোনালদোর। এরপরই কোচ এবং তার মধ্যে ঝামেলার খবর ছড়ায়। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) রোনালদোর কাতার ত্যাগ করতে চাওয়ার খবরটিকে গুজব দাবি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আমাদের দলটি এতোটাই ঐক্যবদ্ধ যে, বাইরের কথায় এটি ভেঙে পড়বে না।’ রোনালদো লিখেছেন, ‘(পর্তুগাল) এমন একটি জাতি যারা কোনো বাধা-বিপত্তির মোকাবিলা করতে ভয় পায় না। সত্যিকার অর্থে আমরা এমন দল, যারা শেষ পর্যন্ত স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যাব। আমাদের ওপর বিশ্বাস রাখুন। এগিয়ে চলো পর্তুগাল।’ এর আগে পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) বিবৃতিতে বলা হয়, ‘ফেডারেশন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে, পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ চলাকালে জাতীয় দল ছেড়ে যাওয়ার কথা বলেননি। প্রতিদিন দেশের জন্য অনেক কীর্তি গড়ছেন তিনি। সেটাকে সম্মান দেখানো উচিত।’