ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপে দাম বাড়লো যাদের

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, শনিবার
mzamin

বিশ্বকাপ শুরুর আগে খুব বেশি আলোচনায় ছিলেন না তারা। তবে টুর্নামেন্ট শুরুর পর নজর কেড়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়। ‘প্রাইস ট্যাগ’ পাল্টে গেছে যাদের। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, জানুয়ারির দলবদলেই উত্তাপ ছড়াবেন তারা।  

এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা) 

গত গ্রীষ্মে ১২ মিলিয়ন ইউরোয় রিভারপ্লেট থেকে পর্তুগিজ ক্লাব বেনফিকায় যোগ দেন এনজো। ২১ বছর বয়সী এনজোর মূল্য দাঁড়িয়েছে ৮০ মিলিয়ন ইউরোয়। শোনা যাচ্ছে, জুড বেলিংহামকে কিনতে ব্যর্থ হলে এনজোকে দলে ভেড়াতে পারে রিয়াল মাদ্রিদ। ট্রান্সফারমার্কেট মূল্য: ৩৫ মিলিয়ন ইউরো। 

গনসালো রামোস (পর্তুগাল) 

সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে আলোচনায় বেনফিকার ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। অনেকেই মনে করছেন রামোসের মূল্য ৬০ মিলিয়ন ইউরো পর্যন্ত উঠতে পারে। তার বর্তমান ট্রান্সফারমার্কেট ভ্যালু ২৪ মিলিয়ন। 

কোডি গ্যাকপো (নেদারল্যান্ডস) 

পিএসভির হয়ে ডাচ লীগে চলতি মৌসুমে ১৩ গোল করেছেন ২৩ বছর বয়সী গ্যাকপো।

বিজ্ঞাপন
অ্যাসিস্ট ১৭টি। বিশ্বকাপে গ্রুপপর্বে তিন ম্যাচেই গোল করেন গ্যাকপো। তার ট্রান্সফারমার্কেট মূল্য: ৪৫ মিলিয়ন ইউরো। 

ইয়োসকো গার্দিওল (ক্রোয়েশিয়া) 

‘লিটল পেপ’ খ্যাত ২০ বছর বয়সী গার্দিওলকে নিয়ে তার সাবেক কোচ ইগর ইয়োভিসিভিচ মার্কাকে বলেন, ‘গার্দিওলের ট্রান্সফার মূল্য ১০০ মিলিয়নেরও বেশি হবে।’ গত গ্রীষ্মে গার্দিওলের জন্য চেলসি ৮০ মিলিয়ন ইউরো বিড করেছিল। কিন্তু লাইপজিগ চেলসির প্রস্তাব ফিরিয়ে দেয়। ট্রান্সফারমার্কেট মূল্য: ৬০ মিলিয়ন। 

অ্যান্টোনি রবিনসন (মার্কিন যুক্তরাষ্ট্র) 

ফুলহামের ২৫ বছর বয়সী লেফটব্যাক রবিনস টুর্নামেন্টে সর্বাধিক স্প্রিন্ট সম্পূর্ণ করা ডিফেন্ডার। শেষ ষোলো পর্যন্ত তিনি ইন্টারসেপশনে (৭) চতুর্থ, ক্রসে (২১) অষ্টম স্থানে ছিলেন। নিউক্যাসল এবং ইন্টার মিলান রবিনসনকে নিতে আগ্রহী। ট্রান্সফারমার্কেট মূল্য: ১০ মিলিয়ন ইউরো। 

টাইলার অ্যাডামস (মার্কিন যুক্তরাষ্ট্র) 

টুর্নামেন্টে পারফাস্যান্সের ভারসাম্য বজায় রাখেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। সম্পূর্ণ ট্যাকলের (৯) হিসাবে শেষ ষোলো পর্যন্ত তৃতীয় স্থানে ছিলেন লিডস ইউনাইটেডের এই মিডফিল্ডার। ট্রান্সফারমার্কেট মূল্য: ১৭ মিলিয়ন ইউরো। 

আজেদিন ওনাহি (মরক্কো) 

শেষ ষোলোর ম্যাচের আগে স্পেনের কোচ লুইস এনরিকে ওনাহিকে নিয়ে বলেন, ‘ওনাহি খুব ভালো খেলে এবং সে বেশ গতিময় ।’ স্পেনের বিপক্ষে তিনিই সবচেয়ে বেশি দৌড়েছিলেন (১৪.৭১ কি.মি.)। ম্যাচে বল রিকোভারিতে তিনি ছিলেন দ্বিতীয়, সফল ট্যাকলের ক্ষেত্রে দ্বিতীয় এবং ডুয়েল জয়ের ক্ষেত্রে দ্বিতীয় (৭)। ট্রান্সফারমার্কেট মূল্য: ৩.৫ মিলিয়ন ইউরো। 

সোফিয়ান আমরাবাত (মরক্কো) 

আমরাবাত নৈপুণ্যে মরক্কো কাতার বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করেছে। ফিওরেন্তিনার এই মিডফিল্ডারের বাজার মূল্য এখন ৩০ মিলিয়ন ইউরো।  

মোহাম্মদ কুদুস (ঘানা) 

আয়াক্সের হয়ে ২১ ম্যাচে ১০ গোল করে বিশ্বকাপের আগেই আলোচনায় ছিলেন ২২ বছর বয়সী কুদুস। উয়েফা চ্যাম্পিয়নস লীগে করেন ৪ গোল। রেডিও মার্কায় তার সতীর্থ ইনাকি উইলিয়ামস বলেন, ‘আমি কুদুসকে ভবিষ্যতে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার মতো বড় ক্লাবে খেলতে দেখছি।’ বিশ্বকাপেও আলো ছড়ান কুদুস। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। ট্রান্সফারমার্কেট মূল্য: ১৫ মিলিয়ন ইউরো। 

চো গুয়ে-সুং (দক্ষিণ কোরিয়া) 

বিশ্বকাপে দুই গোল করা প্রথম কোরিয়ান এবং বিশ্বকাপের এক ম্যাচে হেডে দুই গোল করা প্রথম এশিয়ান চে গুয়ে-সুং। স্টোক সিটির ২৪ বছর বয়সী এই সেন্টারব্যাকের ট্রান্সফারমার্কেট ভ্যালু ৪.৫ মিলিয়ন। গুঞ্জন রয়েছে, চে গুয়ে-সুংকে ২০ মিলিয়ন ইউরোতে সই করাতে চায় এভারটন ও উলভারহ্যাম্পটন। 

হাসান তাম্বাক্তি (সৌদি আরব) 

আর্জেন্টিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ২৩ বছর বয়সী সেন্টার-ব্যাক তাম্বাক্তি। তার সাবেক কোচ কার্লোস ইনরেজোস মার্কাকে বলেন, ‘তাম্বাক্তির অবিশ্বাস্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। সে খুব বল নিয়ে শান্ত থাকলেও দ্রুত কাট করতে পারে।’ ট্রান্সফারমার্কেট মূল্য: ১ মিলিয়ন। 

আইসা লাইদুনি (তিউনিশিয়া) 

ফিনল্যান্ডের ক্লাব ফেরেঙ্কভারোসের খেলেন তিনি। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের প্রতিটি ট্যাকল ফুটবল অনুরাগীদের মুগ্ধ করেছে। লাইদুনির ট্রান্সফারমার্কেট মূল্য: ৪ মিলিয়ন ইউরো। 

ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ (সার্বিয়া) 

সার্বিয়ার এই গোলরক্ষক দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। সার্বিয়া গ্রুপপর্বে বাদ পড়লেও ১৬টি সেভ করে আলোচনায় রয়েছেন ২৫ বছর বয়সী ভানিয়া। তার ট্রান্সফারমার্কেট মূল্য: ২.৫ মিলিয়ন ইউরো। 

জন-চার্লস ক্যাসটেলেট্টো (ক্যামেরুন) 

ফরাসি ক্লাব নঁতের হয়ে খেলেন ক্যাসটেলেট্টো। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে পরাজিত হলেও ওই ম্যাচে বেশ কয়েকটি ট্যাকল করে নজরে আসেন। সার্বিয়ার সঙ্গে ৩-৩ গোলের ড্রয়েও অবদান রাখেন। দুর্ভাগ্যবশত, চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে জয়ের ম্যাচে মাঠে নামতে পারেননি। ট্রান্সফারমার্কেট মূল্য: ৪ মিলিয়ন ইউরো। 

কো ইতাকুরা (জাপান) 

বরুশিয়া মনশেনগ্লাডবাখের সেন্টারব্যাক ইতাকুরা টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফর্মার ছিলেন। ২৫ বছর বয়সী এই ডিফেন্ডারের ট্রান্সফারমার্কেট মূল্য: ৭.৫ মিলিয়ন ইউরো।

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status