বিনোদন
চলে গেলেন কার্স্টি অ্যালি
বিনোদন ডেস্ক
৭ ডিসেম্বর ২০২২, বুধবারদীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে মার্কিন অভিনেত্রী কার্স্টি অ্যালি ৭১ বছর বয়সে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। আর সন্তানেরা লিখেছেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের মমতাময়ী মা মারা গেছেন। অভিনেত্রী অ্যালি রূপালী পর্দার পাশাপাশি একজন মা এবং দাদি হিসেবেও ছিলেন অতুলনীয়। মূলত তার চলচ্চিত্রে আগমন ঘটে ১৯৮০ সালে দিকে। কমেডি সিরিজ ‘চিয়ার্স’-এ দারুণ অভিনয়ের জন্য তিনি সর্বাধিক পরিচিত। অভিনেতা টেড ড্যানসনের বিপরীতে রেবেকা হাওয়ে চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সে সময়কার জনপ্রিয়তার শীর্ষে থাকা শো’তে যোগদানের পর তিনি ১৪৭টি পর্বে অভিনয় করেন এবং ১৯৯৩ সাল পর্যন্ত শো’টির শেষ পর্যন্ত ছিলেন। জনপ্রিয় সিরিজটিতে পাব ম্যানেজার হিসেবে অভিনয় করে এমি পুরস্কার জিতে নেন এ অভিনেত্রী। তাছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন কৃতিত্বে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনেত্রী। চিয়ার্স নামক সিরিজ ছাড়াও ‘স্টার ট্রেক ২: দ্য রাথ অফ খান’, ‘ড্রপ ডেড গর্জিয়াস’এবং ‘দ্য লুক হু’স টকিং’ সিরিজেও অভিনয় করেছেন অ্যালি। অন্যতম শীর্ষ পুরস্কার এমি দ্বিতীয়বারের মতোও জিতেছিলেন ১৯৯৩ ‘ডেভিডস মাদার’ নামে একটি টিভি চলচ্চিত্রে অভিনয়ের জন্য, যা তার নিজের ব্যক্তিগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।