বিনোদন
তিন স্বামী নিয়ে সুখী হাডসন
বিনোদন ডেস্ক
৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
নিজের স্বামীর সংখ্যা তিন। বর্তমানে তিন স্বামী এবং তাদের ঔরসজাত সন্তানদের নিয়ে সুখে আছেন বলে জানালেন মার্কিন অভিনেত্রী কেট হাডসন। তিন স্বামীর সঙ্গে তিন সন্তান বড় হচ্ছে এবং তাদের নিয়ে একটি পরিবার গড়ে তুলেছেন বলে জানিয়েছেন হাডসন। এ বিষয়টিকে তিনি মনে করেন যেন একই কর্মযজ্ঞে সবাই অংশ নিয়েছেন। ছেলেমেয়েরা বড় হচ্ছে স্বামীদের সাহচর্যে, আর চিন্তা কী! সম্প্রতি এক সাক্ষাৎকারে হাডসন জানালেন, প্রেমই আসল বন্ধন। সব সময় ভালোবাসা খুঁজেছেন যেমন, ভালোবাসায় ভরিয়েও দিতে চেয়েছেন। আর প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই কাজ করেছে সেই রসায়ন। তিনি আরও বলেন, বাইরে থেকে দেখলে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমরা দারুণ আছি। তিন সন্তান এবং তাদের তিন জন আলাদা বাবাকে নিয়ে যে পরিবার (ইউনিট) আমি গড়ে তুলেছি, তার ভিত খুব মজবুত। এতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। অভিনেত্রী তার সংসার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা উল্লেখ করে বলেন, ভালোবাসাকে নানা দিক দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে উসুল করেছি। গতানুগতিক প্রেম কিংবা ভালোবাসার ধারণায় আগ্রহী না।