কাতার থেকে
ডাচরা খেলার নিয়ন্ত্রণ যেভাবে নিয়ে নেয়
মতিউর রহমান চৌধুরী, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে
৪ ডিসেম্বর ২০২২, রবিবারখেলাটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো। শুরুতে আলামত তাই ছিল। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডসের জালে হানা দেয়। কিন্তু ১০ মিনিটের মাথায় খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাচরা। মেমফিস ডিপাই গোলের সূচনা করেন। তবে যুক্তরাষ্ট্র খেলায় ফিরে আসার চেষ্টা করে। ফাঁকে ফাঁকে আক্রমণও চালায়। এর মধ্যে বিরতির সময় এসে যায়। ৩০ সেকেন্ড বাকি থাকতেই ড্যালি ব্লিন্ড গোল করে ডাচদের বিজয় অনেকটা নিশ্চিত করে ফেলেন। মজার ব্যাপার হচ্ছে দুটো গোলই হয়েছে একই পজিশন থেকে, একই অবস্থায়। মনে হয় যেন কার্বন কপি। একই মুভ থেকে একই রকমের দুটো গোল সাধারণত দেখা যায় না। যুক্তরাষ্ট্রের হৃদয়টা তখন ভেঙে গেছে। এটাই প্রথমার্ধের খেলার গল্প। যুক্তরাষ্ট্র ভালো খেললেও পরিকল্পিত আক্রমণ শাণাতে পারেনি। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৪৪ হাজার ৮৪৬ জন দর্শক হাজির হয়েছিলেন একটি চমকপ্রদ খেলা দেখার জন্য। কিন্তু দুই গোল হজম করার পর যুক্তরাষ্ট্র অনেকটাই পিছিয়ে যায়। দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র একটি গোল শোধের পর খেলাটা বেশ জমে ওঠে। হাজি আমির রাইটের ৭৬ মিনিটে দেয়া গোলে খেলায় প্রাণ ফিরে আসে। গ্যালারির চিত্র বদলে যায় মুহূর্তেই। ৮১ মিনিটে ডেনজেল ডামফ্রিসের গোলে খেলার ভাগ্য নিশ্চিত হয়ে যায়। বলতে গেলে ডাচরা মাঠ শাসন করেছে নির্মমভাবে। এরপর সোজা যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ করলো। আর কোনো সুযোগই থাকলো না। যাইহোক, খেলার ফলাফলে শেষ আটে চলে গেল ডাচরা। কোচ লুইস ভ্যান গাল কথা রেখেছেন। বিশ্বকাপ শুরুর আগেই তিনি বলেছিলেন, আমরা অনেক দূর যাবো, তবে নীরবে।