ফুটবল বিশ্বকাপ
গাভির প্রেমে মজেছেন স্প্যানিশ রাজকন্যা!
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ১:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বিশ্বকাপে বিধ্বংসী সূচনা করে স্পেন। দলের জয়ে একটি গোল করেন পাবলো মার্টিন পায়েজ গাভিরা। গড়েন বিশ্ব রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে গোল করেন তিনি। মাঠে মুগ্ধতা ছড়ানো গাভি জায়গা করে নিয়েছেন স্পেনের রাজকন্যার মনেও। স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, তরুণ ফুটবলারের প্রেমে পড়েছেন স্পেনের বর্তমান রাজা ষষ্ঠ ফিলিপের কন্যা প্রিন্সেস লিওনর।
বিশ্বকাপ উপভোগ করতে কাতারে অবস্থান করছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। কোস্টারিকা ম্যাচের পর স্পেনের ড্রেসিংরুমে গিয়েছিলেন তিনি। সেখানে গাভিসহ সকল ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করেন রাজা। এমনকি গাভির কাছ থেকে একটি অটোগ্রাফ সম্বলিত জার্সিও উপহার নেন তিনি। বার্সেলোনার ফ্যানপেজ ‘বার্সা ওয়ার্ল্ডওয়াইড’-এ লেখা হয়েছে, ‘রাজা ফিলিপ গাভিকে বলেছেন যে প্রিন্সেস লিওনর তার বড় ভক্ত। এরপর গাভি তার জন্য সিগনেচার করা জার্সি উপহার পাঠান।’ নেটিজেনদের অনেকের মন্তব্য সেটি রাজা নিজের জন্যই নিয়েছেন। তবে স্পোর্টসকেডার এক প্রতিবেদনে বলা হয়, গাভি যে জার্সিতে অটোগ্রাফ দিয়েছেন সেটি রাজা ষষ্ঠ ফিলিপের মাপের নয়।