ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

মেসির গায়ে টোকা পড়লে রিংয়ে ফিরবেন টাইসন

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, বুধবার
mzamin

মেক্সিকোকে হারিয়ে শেষ ষোলোর সম্ভাবনা জিইয়ে রেখেছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট অর্জনের পর ড্রেসিংরুমে জয় উদ্‌যাপন করেন লিওনেল মেসিরা। সে সময় বুট খোলার সময় অসাবধানতাবশত মেক্সিকোর জার্সিতে পা লেগে যায় আর্জেন্টিনা অধিনায়কের। ঘটনার জেরে মেসিকে দেখে নেয়ার হুমকি দেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। ওই বক্সার বলেছিলেন, ‘মেসি ইশ্বরের কাছে প্রার্থনা করুক যেন সে আমার সামনে না পড়ে।’ এমন মন্তব্যের জন্য সাবেক-বর্তমান খেলোয়াড়দের সমালোচনার মুখে পড়েছেন এই বক্সার। ব্রাজিলের সাবেক গ্রেট ফুটবলার ফিলিপে মেলোর মতে, মেসির চেয়ে ভদ্র খেলোয়াড় আর হয় না। আর মেসির শরীরে হাত দিলে আলভারেজকে শায়েস্তা করতে রিংয়ে ফিরতে চান মার্কিন বক্সার মাইক টাইসন।  গত ২৬শে নভেম্বর গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের পরই মেসির পায়ে মেক্সিকোর জার্সি লাগার ঘটনা ঘটে। এ নিয়ে মেক্সিকান বক্সার আলভারেজ টুইট করেন, ‘আপনারা কি দেখেছেন, মেসি রুমের ফ্লোর পরিষ্কার করছে আমাদের জার্সি এবং পতাকা দিয়ে? সে কীভাবে আমার দেশকে অসম্মান করলো? মেসি ইশ্বরের কাছে প্রার্থনা করুক যেন সে আমার সামনে না পড়ে।’ আলভারেজের এমন প্রতিক্রিয়ায় চটেছেন মার্কিন বক্সার মাইক টাইসন।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘কানেলো নামের একজন মেসিকে হুমকি দিয়েছে। যদি মেসিকে সে স্পর্শ করার সাহস দেখায় দীর্ঘদিন পর আমাকে রিংয়ে ফিরতেই হবে।’ মাইক টাইসনের কথায় কানেলো আলভারেজের জন্য স্পষ্ট হুমকি ছিল। আর্জেন্টিনা ফুটবলের বড় ভক্ত মাইক টাইসন। ২০০৫ সালে ব্রাজিলের দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এবং সাংবাদিকের ক্যামেরা ভেঙে কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল টাইসনকে। আর্জেন্টিনার ফুটবল জার্সি পরে কোর্টে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্লানেট’ খ্যাত টাইসন ক্যারিয়ারে মোট ৫৮টি বক্সিং ম্যাচ খেলেছেন। ৫০ ম্যাচে জয় পেয়েছেন টাইসন। ১৯৮৬ সালের ২২শে নভেম্বর সবচেয়ে কম বয়সী বক্সার হিসেবে হেভিওয়েট চ্যাম্পিয়ন হন টাইসন। আলভারেজের এমন মন্তব্যকে ‘অযৌক্তিক জাতীয়তাবাদ’ উল্লেখ করেছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও ইএসপিএনের ধারাভাষ্যকার দিয়েগো রাউতারে। তিনি বলেন, ‘মেসির প্রতি করা মন্তব্যের পুনর্বিবেচনা করা উচিত কানেলোর।’ আলভারেজের টুইটের জবাব দিয়েছেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনার সাবেক তারকা বলেন, ‘মিস্টার কানেলো। অজুহাত খুঁজবেন না। আপনি নিশ্চয়ই ফুটবল সম্পর্কে জানেন না। আপনি জানেন না ড্রেসিংরুমে কী ঘটে। ম্যাচের পর ঘামের কারণে জার্সিগুলো ফ্লোরেই পড়ে থাকে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, দেখবেন মেসি বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লাগিয়েছে।’ মেসির পাশে দাঁড়িয়েছেন সাবেক স্প্যানিয়ার্ড ফুটবলার সেস ফ্যাব্রিগাসও। আর্জেন্টাইন তারকার সাবেক ক্লাব সতীর্থ আলভারেজের উদ্দেশ্যে বলেন, ‘আপনি লকার রুমের কালচার জানেন? আপনি জানেন ম্যাচের পর কী হয়? সব জার্সি এমনকি আমরা যেগুলো পরে থাকি সেগুলোও ফ্লোরে পড়ে থাকে। এরপর সব একসঙ্গে ধোয়া হয়।’

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status