ফুটবল বিশ্বকাপ
প্রমোদতরী ছেড়ে হঠাৎ কেইনদের হোটেলে স্ত্রী-বান্ধবীরা
স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২২, সোমবার
নিজেদের দ্বিতীয় ম্যাচে ম্যাড়ম্যাড়ে ফুটবল খেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল ইংল্যান্ড। ৪ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের নকআউট পর্বে খেলা নিশ্চিত নয়। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ প্রতিবেশী ওয়েলস। আর সুপারস্টার গ্যারেথ বেলের দলের বিপক্ষে ম্যাচের আগে ফুটবলারদের মানসিক ভাবে তরতাজা রাখতে স্ত্রী, বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিলেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। দলের হোটেলে শনিবার ফুটবলারদের স্ত্রী, বান্ধবীদের আমন্ত্রণ জানান তিনি। সন্ধ্যায় কোনও অনুশীলন রাখেননি। নিজেদের মতো সময় কাটিয়ে খুশি ফুটবলার এবং তাদের স্ত্রী, বান্ধবীরা। অধিনায়ক হ্যারি কেনের স্ত্রী কেট, জর্ডন পিকফোর্ডের স্ত্রী মেগান, জ্যাক গ্রিলিশের বান্ধবী অ্যাটউডরা দল বেঁধে উপস্থিত হন ইংল্যান্ড দলের হোটেলে। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বিশেষ বাসে করে সেখানে নেয়া হয় তাদের। স্বামী, প্রেমিকদের সঙ্গে রাত কাটিয়ে, সকালের নাস্তার পর তারা ফিরে যান তাদের জন্য নির্ধারিত প্রমোদতরীতে।
মন্তব্য করুন
ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]