ফুটবল বিশ্বকাপ
যে গোল স্বস্তি দিয়েছে কোটি আর্জেন্টিনা সমর্থককে
স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২২, সোমবারস্বস্তির জয় পেয়েছে আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর লড়াইয়ে টিকে রইলো আলবিসেলেস্তেরা। গোটা ম্যাচে দুর্দান্ত ছিলেন আর্জেন্টিনাকে লিড এনে দেয়া লিওনেল মেসি। হয়েছেন ম্যাচসেরা। মেসি ম্যাজিকের পরও ভয় ভর করেছিল আর্জেন্টাইন ভক্তদের। গোল হজমের পর খোলস ছেড়ে আক্রমণাত্ম ফুটবল খেলছিল মেক্সিকানরা। তবে দর্শনীয় গোলে আর্জেন্টাইন শিবিরে স্বস্তি আনেন আনহেল ডি মারিয়ার বদলে মাঠে নামা তরুণ তারকা এনজো ফারনানদেজ। শনিবার রাতে মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে ছন্দের অভাব ছিল আর্র্জেন্টিনার খেলায়। বল দখলে এগিয়ে থাকলেও মেক্সিকোর রক্ষণে বারবার ব্যর্থ হচ্ছিল মেসিদের আক্রমণ। বিরতির পর চনমনে দেখা যায় আর্জেন্টাইনদের। খেলার গতি এবং নির্ভুল পাসের সংখ্যা বাড়ে। আক্রমণেও ধার দেখায় লিওনেল স্কালোনির দল। ৬৪তম মিনিটে দুর্দান্ত গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন মেসি। আর ৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। মেসির গোলের পরও শঙ্কা ছিল। কারণ মেক্সিকো সমতা টানলে বড় বিপদে পড়তে হতো আর্জেন্টিনাকে। কোটি আর্জেন্টাইনের মনে স্বস্তি এনে দেন এনজো ফার্নান্দেজ। এনজো ফার্নান্দেজের গোলের পর কেঁদেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের ৪০তম মিনিটে মেক্সিকোর দুরন্ত এক ফ্রিকিকের বল অসাধারণ দক্ষতায় গ্রিপে নিয়ে আর্জেন্টিনাকে বিপদমুক্ত করা এমিলিয়ানো টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘আজ (শনিবার) দ্বিতীয় গোলের পর আমি তো কেঁদেই ফেলেছিলাম। আমি সব সময়ই চাপ নিয়ে খেলি। আমি বিশ্বের সেরা লীগে (ইংলিশ প্রিমিয়ার লীগ) খেলি। একটি কোপা আমেরিকা খেলেছি। ওয়েম্বলিতে ফিনালিসিমা খেলেছি... সবকিছুই খুব আবেগের। কিন্তু আজকের আবেগটা অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে।’