ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

দুইয়ে নজর ঘানার সুযোগ নিতে চায় কোরিয়া

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২২, সোমবার
mzamin

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছে ঘানা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফ্রিকান দলটির প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এশিয়ান জায়ান্টদের হারিয়ে ‘এইচ’ গ্রুপের দুইয়ে উঠে আসতে চান ঘানার কোচ অটো অ্যাডো। তবে কোরিয়ানরা জানে কিভাবে ঘানাকে হারাতে হবে। দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার জিয়ং ও-ইয়ং জানালেন, প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ নিতে চান তারা। আজ গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও ঘানা। সন্ধ্যা ৭টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। পতুর্গালের কাছে ৩-২ গোলের হারে বিশ্বকাপ শুরু হয়েছে ঘানার। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দক্ষিণ কোরিয়া। উরুগুয়ে-কোরিয়া ম্যাচ ড্র হওয়ায় নিজেদের সুযোগ দেখছেন ঘানা কোচ অটো অ্যাডো।

বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে ঘানা কোচ বলেন, ‘প্রথমত, নিশ্চিতভাবে আমাদের (দ্বিতীয় রাউন্ডে যাওয়ার) সুযোগ রয়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া-উরুগুয়ে ম্যাচটি ড্র হওয়ায়।’ ঘানাকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। ১ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে। পয়েন্ট শূন্য ঘানা রয়েছে টেবিলের তলানিতে। আজ ঘানা যদি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয় তবে তাদের পয়েন্ট হবে ৩। কোরিয়ার পয়েন্ট ১ থাকবে। রাত ১টায় উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচে যদি উরুগুয়েকে পর্তুগাল হারিয়ে দেয়, তবে ক্রিস্টিয়ানো রোনালদোদের পয়েন্ট হবে ৬। উরুগুয়ের পয়েন্ট ১ থেকে যাবে। অর্থাৎ, পয়েন্ট টেবিলের তলানি থেকে দুইয়ে উঠে যাবে ঘানা। ঘানা কোচ অটো অ্যাডো বলেন, ‘আমরা যদি দক্ষিণ কোরিয়াকে হারাতে পারি এবং পর্তুগাল যদি উরুগুয়েকে হারায়, তখন আমরা (পয়েন্ট টেবিলে) দ্বিতীয় হয়ে যাব। আমাদের বিরাট সুযোগ রয়েছে।’ অটো অ্যাডো বলেন, ‘দক্ষিণ কোরিয়াকে হারানো সহজ হবে না। কিন্তু আমাদের এখন জিততেই হবে। আমরা চাপে রয়েছি। তারাও রয়েছে।’ ঘানার রক্ষণের দুর্বলতা প্রকাশ পেয়েছে পর্তুগালের বিপক্ষে ম্যাচে। ক্রিস্টিয়ানো রোনালদোদের তিন গোলের পেছনে দোষ ছিল ঘানার ডিফেন্ডারদেরও। ৬৫তম মিনিটে নিজেদের ডি-বক্সে রোনালদোকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেন ঘানার ডিফেন্ডার মোহাম্মদ সালিসু। ৭৮তম মিনিটে সালিসুর ভুলেই দ্বিতীয় গোল পায় পর্তুগাল। ৮০তম মিনিটে জয়সূচক গোলটি পায় পর্তুগিজরা। সেখানেও ভুল ছিল ঘানার ডিফেন্সের। সেই দুর্বলতার সুযোগ নিতে চান দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার জিয়ং ও-ইয়ং। তিনি বলেন, ‘যদি তাদের রক্ষণের দুর্বলতার সুযোগ নিতে পারি, আমরা বেশ সুবিধা করতে পারবো।’ জিয়ং ও-ইয়ং বলেন, ‘(পর্তুগালের বিপক্ষে) দল হিসেবে তারা ভালো করতে পারেনি। আমরা প্রথম ম্যাচে (উরুগুয়ের বিপক্ষে) ভালো খেলেছি। ঘানার বিপক্ষেও ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।’ দক্ষিণ কোরিয়ার আরেক মিডফিল্ডার সং মিন-কিইউ’র কণ্ঠেও একই সুর। ঘানার রক্ষণের দুর্বলতার সুযোগ নেয়ার কথা বললেন তিনি। সং মিন বলেন, ‘আমরা জানি তাদের বিপক্ষে আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে। কিন্তু আমরা তাদের ডিফেন্সের দুর্বলতা দেখেছি। আমাদের উচিত এটা কাজে লাগানো।’ ঘানার বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামবে দক্ষিণ কোরিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৮তম দল কোরিয়ানরা। ৩৩ ধাপ পিছিয়ে ঘানার অবস্থান ৬১তম। দক্ষিণ কোরিয়ার নেতৃত্বে থাকবেন সন হিউং-মিনের মতো তারকা খেলোয়াড়। প্রিমিয়ার লীগে খেলা এই ফরোয়ার্ড একাই ব্যবধান গড়ে দিতে পারেন ম্যাচে।  সাম্প্রতিক পারফরম্যান্সে সাউথ কোরিয়ার চেয়ে কিঞ্চিৎ এগিয়ে ঘানা। নিজেদের সবশেষ ৫ ম্যাচের তিনটি জিতেছে আফ্রিকান দলটি। নিজেদের সবশেষ ৫ ম্যাচে দক্ষিণ কোরিয়ার জয় ২টি। আন্তর্জাতিক ফুটবলে মোট ৯ বার দেখা হয়েছে ঘানা ও দক্ষিণ কোরিয়ার। দুই দলই সমান ৪টি করে জিতেছে। একটি ম্যাচ ড্র হয়। সবশেষ ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ঘানা ও কোরিয়া। সেই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-০ গোলে হারায় ঘানা। কাতারের আগে মাত্র তিনটি বিশ্বকাপ খেলেছে ঘানা। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেক হওয়া দলটির সর্বোচ্চ সাফল্য আসে ২০১০ আসরে। সেবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল ঘানা। ১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বকাপের ৯টি আসরের সবকটি খেলেছে দক্ষিণ কোরিয়া। ২০০২ সালে সেরা সাফল্য পায় স্বাগতিক দক্ষিণ কোরিয়া। সেবার সেমিফাইনাল খেলেছিল দলটি।

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status