বিনোদন
তারকার চোখে বিশ্বকাপ
ম্যারাডোনার খেলা দেখেই আর্জেন্টিনার ভক্ত হয়েছি- নাদিয়া আহমেদ
স্টাফ রিপোর্টার
২৭ নভেম্বর ২০২২, রবিবার.webp)
আমি শুরু থেকেই আর্জেন্টিনার সমর্থক। শুটিং নিয়ে যতই ব্যস্ত থাকি না কেন প্রিয় দল আর্জেন্টিনার খেলা মিস করি না। সময় বের করে নেই। এবার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলার সময় আউটডোর শুটিংয়ে ব্যস্ত ছিলাম। অনলাইনে খেলা দেখেছি। হয়তো প্রথম খেলায় অঘটন ঘটেছে, তাতে কী পরের খেলাগুলোতে প্রিয় দল এগিয়ে যাবে। সত্যি বলতে ফুটবলের জাদুকর ম্যারাডোনার খেলা দেখেই আর্জেন্টিনার ভক্ত হয়েছি। বর্তমানে মেসি ফুটবলের যুবরাজ। চেষ্টা করছি বিশ্বকাপের সব খেলা দেখার। অন্তত আর্জেন্টিনার বাকি খেলাগুলো দেখবোই ইনশাআল্লাহ্।
বিজ্ঞাপন