ঢাকা, ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

কাতার থেকে

রোনালদো শুধু হাসলেন

মতিউর রহমান চৌধুরী, কাতার

(১০ মাস আগে) ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার, ৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

রোনালদো বরাবরই মুডি। আবার কখনো জেদিও। অনেকে বলেন, এই সুপারস্টার অনেক সময় সহজ-সরলও। বৃহস্পতিবার রাতে ৯৭৪ স্টেডিয়ামে মিক্সডজোনে তাই দেখা গেল। ঘণ্টাখানেক বাদে মিক্সডজোন দিয়ে আসছিলেন । নিয়মও তাই, খেলা শেষে প্লেয়াররা এই মিক্সডজোন দিয়েই বের হন। রোনালদোকে তখন দেখা গেল অত্যন্ত হাসিখুশি। সাদা একটা টি-শার্ট পরে আছেন। তার হাসি যেন থামছেই না। মেজাজ ফুরফুরে।

বিজ্ঞাপন
ঘানার সঙ্গে তার দল জিতেছে। জিতেছেন তিনি নিজেও। গোল করেছেন। গোলের সুযোগও করে দিয়েছেন। বিশ্বকাপে গড়েছেন নয়া রেকর্ড। পাঁচটি বিশ্বকাপে তার শুধু সরব উপস্থিতিই নয়, গোলও পেয়েছেন। শতাধিক সাংবাদিক মিক্সডজোনে দাঁড়িয়ে আছেন ঘণ্টাখানেক ধরে। তিনি কী বলেন শোনার জন্য। প্রশ্ন করলেন ঠিকই, কিন্তু কোনো জবাব দিলেন না। শুধু হাসলেন। কেউ প্রশ্ন করলেন- আপনার নয়া ঠিকানা কী? অনেকে আবার জিজ্ঞেস করলেন, কেমন লাগলো এবারের বিশ্বকাপ? একজন মৌরিতানিয়ার ফ্রিল্যান্স সাংবাদিকের সরাসরি প্রশ্ন- এবার বিশ্বকাপ জিতবেন তো! কোনো উত্তর না দিয়েই তিনি হাসতে শুরু করলেন। সাধারণত অন্যসময় কথা বলেন। প্রশ্নের জবাব দিয়ে বিতর্ক আমন্ত্রণ করেন। অনেকটা অবিশ্বাস্যভাবে প্রশ্নের জবাব না দিয়ে শুধুই হাসলেন। এই হাসিটাই তার আনন্দের হাসি। যে হাসি বলে দেয়- আমি আনন্দিত, আমি খুশি। তবে কথা বললেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ব্রুনো ফার্নান্দেজ। তাকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাচটি কেমন ছিল? বললেন, ক্রিটিক্যাল এবং ক্রুশিয়াল। মোটেই সহজ ছিল না। তবে এটা বলতেই হবে, এই ম্যাচের ফলাফল বলে দিচ্ছে আমাদের দল পর্তুগাল অনেকটাই সংহত এবং সংগঠিত। এর বেশি কিছু বলতে চাইলেন না। একইসঙ্গে ঘানার প্লেয়াররাও বের হচ্ছিলেন। তাদের মুখে কোনো হাসি নেই। সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাবই তারা দিলেন না। 

কাতার থেকে থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status