ফুটবল বিশ্বকাপ
রিচার্লিসন ম্যাজিকে জয়ে শুরু ব্রাজিলের
সামন হোসেন
(১০ মাস আগে) ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার, ১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৭ অপরাহ্ন

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুঃস্বপ্নের মুখোমুখি হয় আর্জেন্টিনা। পরের দিন দুর্ভাগ্য বরণ করে নিতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকেও। তবে ব্রাজিল হাঁটেনি তাদের পথে। ব্রাজিলকে সে পথের পথিক হতে দেননি রিচার্লিসন। গোলশূন্য প্রথমার্ধের পর সুযোগ সন্ধানী গোলে ডেডলক ভাঙেন এই তারকা। অসাধারণ নৈপুণ্যে করেন পরের গোলটি। ছবির মতো সুন্দর এক গোল। চাইলে ফ্রেমেও বাঁধাই করে রাখা যেতে পারে সেটি। রিচার্লিসন ম্যাজিকে সার্বিয়ার সঙ্গে ২-০ গোলের জয়ে শুভসূচনা ব্রাজিলের।
সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা, জাপানের বিপক্ষে জার্মানির অঘটনে শুরুতেই জমে উঠে এবারের বিশ্বকাপ। তাই সবার চোখ ছিল লুসাইলে, ব্রাজিল-সার্বিয়া ম্যাচে।
একটু পর কাসেমিরোর শট পোস্টে লেগে ফিরে আসলে তৃতীয় গোলটি পাওয়া হয়নি ব্রাজিলের। তবে এই ম্যাচ দিয়ে ব্রাজিল যেন প্রতিপক্ষকে বার্তাও দিয়ে রাখলো। ‘জি’ গ্রুপে আগামী ২৮শে নভেম্বর স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। গতকাল গ্রুপের অন্য ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।
মন্তব্য করুন
ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]