ফুটবল বিশ্বকাপ
ক্যামেরুনের ফুটবলারের গোলেই ক্যামেরুনকে হারালো সুইজারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন

একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। ব্রিল এমবোলো জন্মেছেন ক্যামেরুনে। কিন্তু খেলছেন সুইজারল্যান্ডের জার্সিতে। আজ বিশ্বকাপে জন্মভূমির বিপক্ষে নেমে করলেন এক গোল। তার গোলেই ক্যামেরুনকে ১-০তে হারালো সুইজারল্যান্ড।
আল জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধে ছিল গোলশূন্য সমতা। দ্বিতীয়ার্ধের শুরুতে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমবোলো। ৪৮তম মিনিটে ডিবক্সে জেরদান শাকিরি ক্রস থেকে ক্যামেরুনের জালে বল পাঠান তিনি। এ নিয়ে টানা তিন প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল পেলেন এমবোলো। তবে ক্যামেরুনের বিপক্ষে গোলটি তিনি উদযাপন করেননি।
১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখলো সুইজারল্যান্ড (৩ জয়, ৩ ড্র)। অন্যদিকে, ক্যামেরুন বিশ্বকাপে টানা ৮ হার দেখেছে।
যদিও খারাপ খেলেনি আফ্রিকান দলটি। সুইজারল্যান্ডের চেয়ে বেশি শট নেয় তারা। ৮ শটের ৫টিই ছিল অনটার্গেটে। অন্যদিকে সুইজারল্যান্ডের ৭ শটের তিনটি লক্ষ্যে থেকেছে। সুইজারল্যান্ডের একাদশে সেরা রেটিং পাওয়া খেলোয়াড় গোলরক্ষক ইয়ান সোমার। বক্স থেকে ৫টি সেভ করেছেন তিনি। পাস একুরেসিও ছিল ৮৯%।
মন্তব্য করুন
ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]