ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

পেলেকে আজই ছাড়িয়ে যাবেন নেইমার?

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
mzamin

ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক পেলে। তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি সেলেসাওদের জার্সিতে করেছেন ৭৭ গোল। পেলের চেয়ে মাত্র ২ গোল পিছিয়ে নেইমার। আজ সার্বিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করলে স্বদেশি গ্রেটকে ছাড়িয়ে যাবেন তিনি। ১৯৫৭ সালে অভিষেকের পর ১৯৭১ পর্যন্ত ৯১ ম্যাচে ৭৭ গোল করেন  পেলে। নেইমারের আন্তর্জাতিক অভিষেক ২০১০ সালে। ১২১ ম্যাচে পিএসজি তারকার গোল ৭৫টি। তালিকায় তিন নম্বরে থাকা রোনালদো নাজারিও ডি লিমা ৯৮ ম্যাচে করেছেন ৬২ গোল। ৫৬ গোল নিয়ে রোনালদোর পর রোমারিও। জিকো ৪৮, বেবেতো ৩৯, রিভালদো ৩৫, জায়ারজিনহো ৩৩, রোনালদিনহো ৩৩, আদেমির ৩২ এবং তোস্তাও করেছেন ৩২ গোল।

বিজ্ঞাপন
২০১১ সালে ব্রাজিলের হয়ে সব প্রতিযোগিতায় ১৩ ম্যাচে ৭ গোল করেন নেইমার। পরের দুই বছর মিলিয়ে ৩৩ ম্যাচেই করে ফেলেন ২৫ গোল। ২০১৪’র পর ইনজুরির কারণে কিছুটা ছন্দপতন হয় নেইমারের। তবে দুই বছর ধরে পুরনো চেহারায় তিনি। জাতীয় দলের হয়ে শেষ ১৮ ম্যাচে ১১ গোল করেছেন এই তালিসমান। চলতি মৌসুমে লীগ পর্যায়ে ২০ ম্যাচে ১৫ গোল নেইমারের। অ্যাসিস্ট করেছেন ১২টি। ২০১৪ বিশ্বকাপ থেকে ব্রাজিলের ৪২% গোলেই নেইমারের অবদান। কাজেই সার্বিয়ার বিপক্ষে তিনিই যে সেলেসাওদের তুরুপের তাস হবেন, তা বলার অপেক্ষা রাখে না।

 

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status