ফুটবল বিশ্বকাপ
শালীন পোশাকেই নজর কাড়বেন ফুটবলারদের স্ত্রী-প্রেমিকারা
স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২২, সোমবার
কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া ভক্ত-সমর্থকদের শালীন পোশাক পরতে বলা হয়েছে আগেই। এমনকি ফুটবলারদের বউ-প্রেমিকাদেরও ড্রেস কোড মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। শর্ট স্কার্ট এবং লো-কাট টপ পরতে পারবেন না কেউই। তবে নিজ নিজ দলের জার্সি পরার অনুমতি মিলেছে। কাতারে বিশ্বকাপ দেখতে উদগ্রীব হয়ে আছেন ইংলিশ ফুটবলারদের স্ত্রী-প্রেমিকারা (ওয়াগস)। এদের কেউ কেউ আবার ফ্যাশন ডিজাইনারের শরণাপন্ন হয়েছেন। কাতারের আইন-কানুন মাথায় রেখে শালীন পোশাক ডিজাইন করা হয়েছে। লুক শ’র পার্টনার আনুস্কা সান্তোস, জন স্টোনসের পার্টনার লিভ নাইলর এবং মার্কাস রাশফোর্ডের ফিয়ন্সে লুসিয়া লুইয়ের ওয়্যারড্রোব গুছিয়ে দিয়েছেন ম্যানচেস্টারের স্ট্রাইল স্পেশালিস্ট কোনি জোনস। ইংলিশ ওয়াগসদের জন্য স্কার্ফ সরবরাহ করবে গুচ্চি ও হার্মেস। সংবাদমাধ্যম মেইল অনলাইনকে একটি সূত্র বলেছে, ‘ওয়াগদের প্রস্তুতির জন্য অনেক পরিকল্পনা করতে হয়েছে।
মন্তব্য করুন
ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]