ফুটবল বিশ্বকাপ
নেইমারের চোখে ফেভারিট কারা?
স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২২, শুক্রবার
তারার মেলা ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে। আক্রমণভাগে রয়েছেন নেইমার, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রিচার্লিসন, লুকাস পাকেতাদের মতো তারকা খেলোয়াড়। অবস্থা এমন যে, স্কোয়াড নির্বাচন করতে মধুর বিড়ম্বনায় পড়তে হবে ব্রাজিল কোচ তিতেকে। হ্যাভিওয়েট দল নিয়ে নিঃসন্দেহে কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল সেলেসাওরা। নেইমারের চোখে ব্রাজিলের সঙ্গে ফেভারিটের কাতারে রয়েছে আর্জেন্টিনাও। পিএসজি তারকা স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডেরও সম্ভাবনা দেখছেন। বৃটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘(বিশ্বকাপে) ফেভারিট দল আর্জেন্টিনা, জার্মানি, স্পেন এবং ফ্রান্স। আমি মনে করি, ব্রাজিলের মতো এই চার দলও বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্য।’ পরক্ষণেই ইংল্যান্ডের সম্ভাবনার কথা জানান নেইমার। তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডের কথা ভুলে গিয়েছিলাম। নিঃসন্দেহে তাদেরও সুযোগ রয়েছে। আমি কেইন এবং সানচোকে পছন্দ করি। তারা অবিশ্বাস্য দুজন খেলোয়াড়।’ আসর শুরুর আগে বিশ্বকাপে দলগুলোর সম্ভাবনা আঁচ করা যায়। তবে বিশ্বকাপ যে ‘আনপ্রেডিক্টেবল’ তা অজানা নয় কারোর। নেইমার জানালেন বিশ্বমঞ্চে যেকোনো অঘটনই ঘটতে পারে। তিনি বলেন, ‘বিশ্বকাপে চমকের কোনো শেষ নেই। এখানে এমন দল দেখা যায়, যারা অভাবনীয়ভাবে অনেক দূর চলে যায়। আবার অনেক ফেভারিট দল বিদায় নেয় দ্রুত।’ ১৯৯৪ সালে ব্রাজিল যখন বিশ্বকাপ জেতে, নেইমারের তখন মাত্র দুই বছর বয়স। সেই আসরের স্মৃতি স্মরণে নেই নেইমারের। সেলেসাওদের চতুর্থ শিরোপা জয়ের ভিডিওতে দেখেছেন তিনি। নেইমার বলেন, ‘১৯৯৪ বিশ্বকাপের ভিডিও দেখেছি আমি। এখনো রোমারিওর কিছু মুহূর্ত উপভোগ করি আমি। আমার অনেক আইডল রয়েছেন- পেলে, রোনালদো, রোমারিও, কাকা, রোনালদিনহো।’ ৬ বছর বয়সে ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলের রানার্সআপ হওয়া দেখেছেন নেইমার। আর ২০০২ সালে ব্রাজিল যখন পঞ্চম শিরোপা জেতে, নেইমারের বয়স তখন ১০ বছর। সবশেষ শিরোপা জয়ের স্মৃতি মনে আছে নেইমারের। তিনি বলেন, ‘আমার বাবা এবং পরিবারের সঙ্গে ব্রাজিলের জয় দেখেছিলাম। বিশ্বকাপ জয়ের সেই স্মৃতিটা সম্পূর্ণ মনে আছে আমার।’ ২০১০ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসে উত্থান নেইমারের। সে বছর ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাননি তরুণ নেইমার। ২০১৪ বিশ্বকাপে সেলেসাওদের সেরা তারকা ছিলেন তিনি। ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে ভালোভাবেই এগোচ্ছিল সেলেসাওরা। চোটে পড়ে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যান নেইমার। সেরা তারকার অনুপস্থিতিতে সেমিতে জার্মানির কাছে বিধ্বস্ত হয় ব্রাজিল। ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে নেইমাররা। আগামী ২০শে নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ২৪শে নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।