বিশ্বকাপ ম্যাগাজিন
মাহবুবা চৌধুরীর ছড়া: ফুটবল জ্বর
(২ বছর আগে) ১৪ নভেম্বর ২০২২, সোমবার, ৮:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৯ অপরাহ্ন

ফুটবল জ্বর
মাহবুবা চৌধুরী
দুনিয়াটা মেতে আছে ফুটবল জ্বরে
হৈচৈ উৎসব প্রতি ঘরে ঘরে।
হাটে মাঠে ঘাটে আর নিজ গৃহকোণে
টিভি চলে কেউ বসে রেডিওটা শোনে।
বাবা চাচা খালু মামা ফুটবল ফ্যান
নাওয়া খাওয়া ভুলে গিয়ে ফুটবলই ধ্যান।
গোল গোল চিৎকার কেউ খুশি তাতে
কেউ বসে কষ্টটা চেপে রাখে দাঁতে।
রাত জেগে খেলা দেখা সাথে কফি চা
ঘুম ঝেড়ে টুপ করে বসে পড়ে মা।
আফ্রিকা আমেরিকা এশিয়াও লড়ে
ইউরোপ ফেভারিট অনেকের ঘরে।
এমবাপ্পে রোনালদো নেইমার সন
নিজ দেশে উজ্জ্বল আদরের ধন।
বেনজেমা পগবা কুবো আর মানে
মেসি আলি সুনামের ঝাঁপি তুলে আনে।
ডেভিস আর রেইনা কাবানিও আছে
ফুটবলই ধ্যান জ্ঞান হাকিমির কাছে।
কেইন আজমুন আর ইনাকির শটে
ফুটবল মাঠে কতো অঘটন ঘটে।
মুলার আর পেদ্রির নাম কতো শুনি
মেধা ঢালে ফুটবলে আহা কতো গুণী!
