ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

শঙ্কা উড়িয়ে আর্জেন্টিনা দলে দিবালা-ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২২, রবিবার
mzamin

বিশ্বকাপের আগে গুরুতর চোটে পড়েন আনহেল ডি মারিয়া ও পাওলো দিবালা। দুই তারকার বিশ্বকাপ খেলা নিয়ে জাগে শঙ্কা । তবে সব শঙ্কা উড়িয়ে ডি মারিয়া-দিবালাকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 
শুক্রবার রাতে লিওনেল মেসির নেতৃত্বে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে আর্র্জেন্টিনা। কোচ স্কালোনি বলেন, ‘ছেলেরা দলে ডাক পেয়ে এবং এই জার্সি পরতে পেরে গর্বিত। আশা করি এই দলের সমর্থক হয়ে আপনারাও তাই। সবাই ঐক্যবদ্ধ!’
গত ১১ই অক্টোবর চ্যাম্পিয়নস লীগে মাকাবি হাইফার কাছে ২-০ গোলে হারে জুভেন্টাস। সে ম্যাচের ২৪তম মিনিটে চোটে পড়েন ডি মারিয়া। চোট পাওয়ার কিছুক্ষণ পর দৌড়াতে গিয়ে এক পর্যায়ে ডান উরু চেপে ধরতে দেখা যায় ডি মারিয়াকে। শেষ পর্যন্ত ব্যথা সইতে না পেরে মাঠ ছাড়েন তিনি। বিশ্বকাপের আগে জুভেন্টাসের হয়ে আর মাঠে নামেননি ডি মারিয়া।

বিজ্ঞাপন
এর আগে ইতালিয়ান সিরি আ আসরের এক ম্যাচে পেনাল্টি নিতে গিয়ে বাঁ পায়ের উরুর পেশিতে টান লাগে পাওলো দিবালার। আর্জেন্টাইন তারকার চোট নিয়ে এএস রোমা কোচ হোসে মরিনহো বলেছিলেন, ‘আমি চিকিৎসক নই। তবে আমার যে অভিজ্ঞতা আর দিবালার কাছে যা শুনেছি, মনে হচ্ছে এ বছর আর তাকে মাঠে দেখা যাবে না।’ তবে সম্প্রতি রোমায় দলের সঙ্গে অনুশীলনে ফেরেন তিনি। আগামীকাল সিরিআ’র  ম্যাচে তোরিনের বিপক্ষে তার খেলার সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন রোমা কোচ হোসে মরিনহো। 
আগামী ২০শে নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ২২শে নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানইউ), মার্কাস আকুনা (সেভিয়া), নিকোলাস ত্যাগলিয়াফিকো (লিওঁ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল)।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারাদেস (জুভেন্টাস), আলেক্সিস মাক আলিস্তের (ব্রাইটন), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), আলেসান্দ্রো গোমেজ (সেভিয়া), এনজো ফার্নান্দেজ (বেনফিকা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন)।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া (জুভেন্টাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জুলিয়ান আলভারেস (ম্যান সিটি), পাওলো দিবালা (রোমা), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি)।

 

 

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status