ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

‘বাংলাদেশের সঙ্গে চাপ সামলাতে পেরেছিলাম, আজ পারিনি’

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৬:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪১ পূর্বাহ্ন

mzamin

লড়াই করে হারলে তাও মানা যায়। কিন্তু বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের হারটা ঠিক হজম হচ্ছে না ভারতীয় ক্রিকেট ভক্তদের। ১৬৮ রান নিয়েও ভুবনেশ্বররা কেন লড়াই করতে পারলো না, সেই হিসাব মেলাতে পারছেন না তারা। অ্যাডিলেড ট্র্যাজেডির পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা হারের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘চাপে ভেঙে পড়ার কারণেই এমন হার। আমরা বাংলাদেশের বিপক্ষে চাপ উতরে জিতেছিলাম। আজ পারিনি।’

পাওয়ার প্লেতে ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন বাটলার-হেলস। প্রথম ওভার থেকেই মারতে শুরু করেন তারা। পাওয়ার প্লেতে আসে ৬৩ রান। এতে খেই হারিয়ে ফেলেন আর্শদীপ-ভুবনেশ্বররা। ফিল্ডিংটাও ভালো হচ্ছিল না।

বিজ্ঞাপন
অধিনায়ক রোহিত বারবার রেগে যাচ্ছিলেন। হেরে যাওয়ার পর ডাগআউটে বসে কাঁদতে থাকেন তিনি।

হারের পর রোহিত বলেন, ‘আজ আমাদের পারফরম্যান্স নিয়ে আমি খুবই হতাশ। ওই রানে যেতে আমাদের ব্যাটাররা ভালোই করেছে। শেষ দিকে খুবই ভালো ব্যাটিং হয়েছে। কিন্তু বল হাতে আমরা একেবারেই খারাপ করেছি। এটা এমন উইকেট ছিল না যে ব্যাটাররা ১৬ ওভারে টার্গেট টপকে যাবে।’

আইপিএলে মতো টুর্নামেন্ট খেলা সত্ত্বেও বিশ্বকাপে চাপের মুখে ভেঙে পড়ছেন ভারতীয় ক্রিকেটাররা। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। গত ১১ বছরে ওটাই ভারতের একমাত্র বিশ্বকাপ ফাইনাল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকে। নকআউট স্টেজে ভারতের ব্যর্থতা নিয়ে রোহিত বলেন, ‘নকআউট পর্বে চাপ সামলানোই বড় বিষয়। চাপ কীভাবে সামলাতে হয় তা কাউকে শেখানো যায় না। এই ছেলেরা যখন আইপিএলের প্লে-অফ খেলে, অনেক চাপে থাকে। এবং তারা সেই চাপ সামলাতে সক্ষম। আজ বল হাতে আমরা যেভাবে শুরু করলাম তা মোটেও আদর্শ নয়। তারা নার্ভাস ছিল। তবে ওদের ওপেনারদেরও ক্রেডিট দিতে হবে। তারা ভালো খেলেছে।’

জসপ্রিত বুমরাহ না থাকায় ভুবনেশ্বর কুমারের ওপর অনেক দায়িত্ব পড়েছে এবার। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে ভালো করলেও সেমিতে এসে ছন্দ হারিয়ে ফেলেন ভুবনেশ্বর। রোহিত বলেন, ‘ভুবনেশ্বরের প্রথম ওভারে বল সুইং করছিল। কিন্তু বল ঠিক জায়গায় পড়ছিল না। আমি চেয়েছিলাম লাইনটা যেন টাইট থাকে, খুব বেশি রুম না পায়। আমাদের চিন্তার জায়গা স্কয়ার এরিয়া দিয়েই সবচেয়ে বেশি রান এসেছে। আমরা টাইট বোলিং করতে পারলে এ জায়গাটা নিয়ন্ত্রণে থাকতো।’ 

রোহিত শর্মা নিজেও ব্যাট হাতে ভালো করতে পারেননি এ ম্যাচে। ২৮ বলে করেন ২৭ রান। পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ছিল ৩৮ রান। যদিও শেষ ৫ ওভারে ৬৮ রান এসেছে; কিন্তু শুরুর ওই ঘাটতি শেষতক বড় ব্যবধানই গড়ে দিলো ম্যাচে।

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status