ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

পাকিস্তানের এই জয় প্রাপ্য: উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
mzamin

গত বিশ্বকাপের ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড, পারেনি অস্ট্রেলিয়ার সঙ্গে। এবারো গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে এসে সেমিফাইনালে ছিটকে পড়লো। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন অবশ্য একদম হতাশায় মুষড়ে পড়ছেন না। তার মতে, টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন। পাকিস্তানকে বরং কৃতিত্ব দিয়েছেন কিউই দলপতি। ম্যাচ শেষে উইলিয়ামসন বলেন, ‘পাকিস্তান দারুণ খেলেছে। আমরা কিছু মোমেন্টাম তৈরি করে লড়াইয়ে ফিরেছিলাম। ইনিংসের মাঝপথে আমরা ভেবেছিলাম, লড়াই করার মতো পুঁজি পেয়েছি। কিন্তু দুভার্গ্যজনকভাবে পাকিস্তানের জন্য সেটা কঠিন করে তুলতে পারিনি।’ কিউই অধিনায়ক যোগ করেন, ‘পাকিস্তানের এই জয় প্রাপ্য। রাউন্ড রবিন লীগ পুরোটাই আমরা ভালো খেলেছি, কিন্তু আজ আমরা সেরাটা দিতে পারিনি।

বিজ্ঞাপন
যা বললাম, টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন চঞ্চল প্রকৃতির।’ 

বাবরদের ফোকাস এখন ফাইনালে বিশ্বকাপে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। একের পর এক ইনিংসে ব্যর্থ হচ্ছিলেন তিনি। চারদিক থেকে আসছিল সমালোচনাও। তবে সমালোচনার জবাবটা ব্যাট হাতেই দিলেন বাবর। সে জন্য তিনি বেছে নিলেন সেমিফাইনালের বড় মঞ্চকে। সেখানে হাঁকালেন অর্ধশত, দেশকে তুললেন ফাইনালে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ বলে ঝকঝকে ৫৩ রানের ইনিংস খেললেন। ম্যাচের পর বাবর জানালেন, এখনই উচ্ছ্বাসে ভাসছেন না তাঁরা। তাঁদের ফোকাস ফাইনালে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা গত তিন ম্যাচে দারুণ পারফর্ম করেছি। ধন্যবাদ জানাই দর্শকদের। মনে হচ্ছে আমরা ঘরেই খেলছি। প্রথম ছয় ওভারে শুরুটা ভালো হয়েছিল। পরে আমাদের স্পিন আক্রমণও ভালো হয়েছিল। ফাস্ট বোলাররাও ভালোভাবে শেষ করেছে। ’ বাবর আরো বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের পরিকল্পনাই ছিল প্রথম ছয় ওভারের পুরো ফায়দা নেওয়া। কারণ জানতাম শেষ দিকে অন্যরা বাকি কাজটা করে দিতে পারবে।  আমরা এই মুহূর্তটা উপভোগ করছি। কিন্তু আমাদের ফোকাস থাকবে ফাইনালের দিকে। ’

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status