ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

যে কারণে সংবাদমাধ্যম এড়িয়ে চলতেন ক্রিকেটাররা

৯ নভেম্বর ২০২২, বুধবার
mzamin

অস্ট্রেলিয়া বিশ্বকাপে টাইগারদের শুরু থেকে শেষ পর্যন্ত রচিত হয়েছে সাফল্য-ব্যর্থতার নানা গল্প। ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচে হার দিয়ে শুরু আর তার শেষ হয়েছে অ্যাডিলেডে একই ফলাফল নিয়েই। মাঝে দু’টি জয় টাইগারদের ইতিহাস বদলেছে টি-টোয়েন্ট বিশ্বকাপে। ১৫ বছর পর সুপার-১২ পর্বে জয় পাওয়ার রেকর্ড নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ। এর মধ্যে মাঠে ও বাইরে সাকিব আল হাসানের দলকে দেখা গেছে অনেকটা আগ্রাসী ভূমিকায়। তাদের ব্যাট অবশ্য ব্যর্থতার শিকলে বাঁধা ছিল কিন্তু বোলিংটা দারুণ। অন্যদিকে মাঠের বাইরেও তারা ছিল ভীষণ আগ্রাসী। আসরের শুরু থেকে শেষ মুখে কুলুপ এঁটেছিলেন টাইগার ক্রিকেটাররা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছাড়া যেন কথা বলা নিষেধ সংবাদ মাধ্যমের সঙ্গে এমনই নির্দেশ পেয়েছিলেন তারা।  

 

 

সোমবার অস্ট্রেলিয়া ছাড়ার আগ পর্যন্ত তারা সেটি পালন করেছেন অক্ষরে অক্ষরে।

বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেছেন, ‘আমাদের আসলে কথা বলা নিষেধ আছে। যদি তা করি তাহলে দলের প্রতি বিশ্বাস নষ্ট করা হবে।’ নানা সূত্রে জানা গেছে, অধিনায়ক সাকিব আল হাসানই নাকি নির্দেশ দিয়েছিলেন সংবাদ মাধ্যমে কথা না বলতে। আর সেই কারণেই নাকি তারা মাঠে কিছুটা হলেও সফল! সংবাদ মাধ্যমে অধিনায়ক সাকিব নিজেও ছিলেন দারুণ আগ্রাসী। এক সংবাদকর্মীর ক্রিকেটীয় এক প্রশ্নের জবাবে দিনি উত্তর দিয়েছিলেন- ‘আসেন, এই উত্তর জানতে আপনাকে আমাদের টিম মিটিংয়ে থাকতে হবে।’ যেখানে ভারতের বিরাট কোহলি নিজের জন্মদিন পালন করেন মাঠে সংবাদকর্মীদের সঙ্গে, সেখানে সাকিব তার দল নিয়ে চলেন সাংবাদিকদের এড়িয়ে। এমন সিদ্ধান্ত সাফল্য পেতে নাকি ব্যর্থতা ঢাকতে তা কিন্তু প্রশ্নই থেকে যাচ্ছে! অন্যদিকে আম্পায়ারদের বিতর্কের আড়ালে পড়ে গেছে দলের ব্যর্থতার গল্পও। বিশেষ করে ব্যাটিংয়ে যে অতলে ছিল টাইগাররা শেষ পর্যন্ত তেমনই আছে। যদি অধিনায়ক সাকিবের পারফরম্যান্সের দিকে তাকান তাহলে দেখবেন তার অফ ফর্ম দলের উপর দারুণ প্রভাব ফেলেছে।  দেশসেরা অলরাউন্ডার ব্যাট আর বল হাতে টুর্নামেন্টে দারুণ ভাবে ব্যর্থ। সুপার টুয়েলভের ৫ ম্যাচে ৪৪ রানের বেশি করতে পারেননি। 

এছাড়াও ২৭.৮৩ গড় ও ৮.৭৮ ইকোনমি রেটে বোলিং করে নিয়েছেন ৫ ম্যাচে ৬ উইকেট। পাকিস্তানের বিপক্ষে অবশ্য তার আউট নিয়ে আছে দারুণ বিতর্ক। বলা হচ্ছে তার এই বিতর্কিত আউটের পরই ভেঙে পড়ে টাইগাররা। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে করে ৭৩ রান। আর শেষ ১০ ওভারে আরও ৬ উইকেট হারিয়ে আসে মাত্র ৫৪ রান। যদিও ক্রিকেটাররা মানতে নারাজ সাকিবের আউটের প্রভাব ছিল ব্যাটিংয়ে। তাহলে বলার অপেক্ষা রাখে না নিজেদের ভুলেই পাকিস্তানের বিপক্ষে লক্ষ্য দিতে পেরেছে মাত্র ১২৮ রানের! আর এমন ব্যর্থতা আসরে ঢাকা পড়েছে আম্পায়ারিং বিতর্কের আড়ালেই! পাকিস্তানের বিরুদ্ধে হারের পরই নিজের এবং দলের পারফরম্যান্স নিয়ে সাকিব আল হাসান বিরক্ত। তাঁর মতে এই গোটা প্রতিযোগিতায় যেমনটা পারফরম্যান্স তাঁর করা নাকি উচিৎ ছিল তেমনটা তিনি করতে পারেননি। সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে কোন জায়দায় তাদের সমস্যা হয়ে গিয়েছে সেটাও জানাতে দ্বিধা করেননি টাইগার অধিনায়ক নিজেই। তাঁর মতে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য তাদের ১৪০ থেকে ১৫০ রান প্রয়োজন ছিল। যা তারা করতে ব্যর্থ হয়েছেন। আর ব্যাট হাতে তার যে পারফরম্যান্স ব্যর্থতার দায় তার উপরও বর্তায়।

 যদিও সাকিব অস্ট্রেলিয়া বিশ্বকাপকে নিজেদের সফল আসর বলেই দাবি করেছেন। তিনি বলেছেন, ‘ফলাফলের বিচারে টি-২০ বিশ্বকাপে এটাই আমাদের সেরা পারফরম্যান্স। তবে আরও ভাল করা উচিত ছিল। তা সত্ত্বেও বলছি, নতুন ছেলেরা দলে এসেছে। দলে অনেক বদল এসেছে। এর থেকে ভাল কিছু প্রত্যাশা করতে পারতাম না হয়তো।’  অন্যদিকে তামিম ইকবাল, মুশফিকুর রহীমদের মত অধিনায়ক সাকিবেরও বিদায় নেয়ার সময় হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া বিশ্বকাপ শেষে তিনি অকপটে জানিয়েছেন যতদিন খেলার জন্য তিনি যোগ্য খেলে যাবেন। তিনি বলেন, ‘আমার আরও ভাল খেলা উচিত ছিল। যত দিন ফিট রয়েছি তত দিন খেলা চালিয়ে যাব।’

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status