ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

টি-২০ বিশ্বকাপ

‘শান্ত আউট অব দ্য বক্স’

৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
mzamin

অস্ট্রেলিয়া বিশ্বকাপে অনেকটাই মুখে কুলুপ এঁটেছিলেন খালেদ মাহমুদ সুজন। টাইগারদের টিম ডিরেক্টরের রাগ সংবাদ মাধ্যমের ওপর। নানাভাবেই তিনি জানিয়েছেন অন্তত কথা বলবেন না। যদিও অ্যাডিলেড ছাড়ার আগে শেষ পর্যন্ত কথা বলেছেন, জানিয়েছেন- এবারের বিশ্বকাপটা খারাপ হয়নি তাদের। অন্যদিকে বিশ্বকাপ  স্কোয়াড  ঘোষণার পর থেকেই সবচেয়ে বেশি আলোচিত নাম নাজমুল হোসেন শান্ত। তাকে দলে  নেয়ায় হয়েছে ভীষণ আলোচনা-সমালোচনা। সেই শান্তই হাঁকিয়েছেন দলের হয়ে দু’টি ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষে তার ব্যাটেই জয় তুলে নেয় টাইগাররা। তাই গতকাল দেশে ফেরার আগে তাকে নিয়েই সুজনের কণ্ঠে ঝরেছে দারুণ প্রশংসা। তিনি বলেন, ‘শান্তকে নিয়ে এতো কথা হওয়ার পরও সে যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে সেটা আউট অব দ্য বক্স।

বিজ্ঞাপন
ওর ওপর যে চাপ ছিল সেখান থেকে বেরিয়ে আসা খুবই শক্ত। কিন্তু ও করে দেখিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলে শান্ত অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবে।’ সুপার টুয়েলভে তার দু’টি ফিফটি ৭১ ও ৫৪ রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছে শান্ত।

 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচেই বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ফেইক ফিল্ডিংয়ের সঙ্গে ছিল মাঠ শুকানোর আগে খেলা শুরুর অভিযোগ। পাকিস্তানের বিপক্ষেও বাজে আম্পারিংয়ের শিকার টাইগাররা। যেখানে ব্যাটে লাগার পরও সাকিবকে আউট দিয়েছেন আম্পায়ার। বাংলাদেশের সঙ্গে একটু বেশিই ভুল হয়েছে বলে দাবি করেন সুজন। তিনি বলেন, ‘ম্যাচে ভুল সিদ্ধান্ত হয়। কিন্তু আমাদের সঙ্গে একটু বেশিই ভুল সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের ম্যাচে সাকিবের আউটটা আমরা কেউই মেনে নিতে পারিনি। ভারতের সঙ্গে ম্যাচেও এমন দু’-একটি ভুল সিদ্ধান্ত হয়েছে। এখন আমরা আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে পারি। কিন্তু একবার সিদ্ধান্ত দিয়ে দিলে আর কিছুই করার থাকে না। পরে অভিযোগ করলেও তো ম্যাচটা আর ফিরে আসবে না।’

কাগজে-কলমে কিংবা ফলাফল বিবেচনায় সেরা বিশ্বকাপ হলেও মাঠের পারফরম্যান্সে সেটার ভারত ও পাকিস্তানের বিপক্ষে হারে হাত ছাড়া হয়েছে দারুণ সুযোগ। দলের ব্যাটিং নিয়ে যে চিন্তা, সেই চিন্তা রইয়ে গেল। তবে ৬ দলের মাঝে পাঁচে থেকে শেষ করেও নিজেদের সেরা বিশ্বকাপ দাবি করেছেন দলের টেকনিক্যাল কোচ শ্রীধরন শ্রীরাম এবং অধিনায়ক সাকিব আল হাসান। তাদের কথার সঙ্গে খানিকটা সুর মিলিয়েছেন খালেদ মাহমুদ সুজন। সেরা বিশ্বকাপ না বললেও বাংলাদেশের টিম ডিরেক্টর দাবি করেন, দল একেবারে খারাপ করেনি। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সুজন বলেন, ‘প্রতিটি ম্যাচেই আমাদের উন্নতি ছিল। প্রত্যাশাও বেড়ে গিয়েছিল, সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটি হয়নি, তবে আমার মনে হয় আমরা একেবারেই খারাপ করিনি।’

সুপার টুয়েলভের বাংলাদেশের গ্রুপে সঙ্গী ছিল ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস। পাঁচ ম্যাচের দু’টিতে জয় পেলেও ব্যাটে-বলে আহামরি দাপট দেখাতে পারেননি সাকিবরা। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে পিছিয়ে থাকার পরও জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডসের সঙ্গে কষ্টার্জিত জয় পায় তারা।  যদিও সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং ভারতের কাছে হারতে হয় বাংলাদেশকে। ভারতকে বাগে পেয়েও হারাতে পারেনি সাকিবের দল। পুরো টুর্নামেন্টে টি-টোয়েন্টি সুলভ পারফরম্যান্স কেবল দেখা মিলেছে তাসকিন আহমেদের মাঝে। তবুও সেরা বিশ্বকাপ দাবি করায় হতবাক ক্রিকেট বিশ্লেষকরা।

অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির ‘ফেক ফিল্ডিং’- করার অভিযোগ ওঠে। এজন্য ভারতকে শাস্তি দেওয়া হলে ৫ রান পেতো বাংলাদেশ। কিন্তু তা হয়নি। বাংলাদেশও ম্যাচটা হেরেছে ৫ রানে। তবে সেই দু’টি ম্যাচের বাজে আম্পায়ারিং নিয়ে এখন আর কিছু করার নেই বলে মনে করেন খালেদ মাহমুদ, ‘এখন আমরা আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে পারি। কিন্তু একবার সিদ্ধান্ত দিয়ে দিলে আর কিছুই করার থাকে না। পরে অভিযোগ করলেও তো ম্যাচটা আর ফিরে আসবে না।’

এছাড়াও অস্ট্রেলিয়া টি- টোয়েন্টি বিশ্বকাপ কতটা প্রত্যাশা মেটাতে পেরেছে তা নিয়ে সুজন বলেন, ‘একদিকে ভালো একদিকে খারাপ। হয়তো আমাদের সামনে সুযোগ ছিল সেমিফাইনাল খেলার। সেটা হয়নি তাতে তো মন একটু খারাপ দলের। তবে আমি মনে করি একদম খারাপ হয়নি। আমরা যদি একদম প্রথম থেকে নিউজিল্যান্ড থেকে দেখি নিউজিল্যান্ডে আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। তবে আমরা উন্নতি করছি প্রতিটি ম্যাচেই। যেটা হয় যে (সবাই একসাথে) ক্লিক করেনি আসলে। যেসব ম্যাচে আমাদের পুরো দলেরই ক্লিক করা দরকার ছিল। হয়তো টপ অর্ডারে ভালো হয়েছে, মিডল অর্ডারে ভালো হয়নি, আবার ভালোভাবে শেষ করতে পারিনি আমরা। ভারত এবং পাকিস্তানের সঙ্গে ২টি ম্যাচেই আমরা ভালো করার খুব কাছাকাছি ছিলাম কিন্তু হয়নি। তবে আমার মনে হয় যে, একটি ভালো অভিজ্ঞতা ছিল আমাদের সকলের জন্য। নতুন দল, ছেলেরাও তরুণ। বিশ্বকাপের মঞ্চে এসে হয়তো চাপটা নিতে পারেনি। তবে তারা এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো করবে বলেই আমার মনে হয়। আমাদের ভবিষ্যৎ যে ভালো এটা নিয়ে আমার মধ্যে কোনো সন্দেহ নেই।’

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status