ষোলো আনা
আত্মহত্যার পথ থেকে স্বাভাবিক জীবনে
স্পেন হেরে গেলে হয়তো সেদিনই আত্মহত্যা করতাম
ষোলো আনা ডেস্ক
১৪ মে ২০২২, শনিবার
ছোটবেলা থেকেই ফুটবল খুবই পছন্দ মুহসিনুল হক শামিমের। বর্তমানে তিনি রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি বলেন, সেদিন স্পেন যদি হেরে যেত, সেদিনই আত্মহত্যা করতাম।
শামিম বলেন, ২০১২ সালের ঘটনা। প্রেমে ব্যর্থ হয়ে ভীষণ মানসিক সমস্যায় ভুগতে থাকি। একরাতে সিদ্ধান্ত নিলাম এটাই আমার শেষ রাত। সেরাতেই আবার প্রিয় দল স্পেনের খেলা। ভাবলাম খেলাটা দেখে আত্মহত্যা করি। কিন্তু সেই ম্যাচে স্পেন জিতে যাওয়ায় মনটা হালকা হয়ে যায়।
তিনি বলেন, আমি নিয়মিত নামাজ আদায় করতাম। নামাজের সময়ও কান্নাকাটি করতাম। তবে কাউকে বুঝতে দিতাম না। আমার বন্ধু-বান্ধবও খুব সীমিত ছিল। আমার চাচার দোকান থেকে উচ্চমাত্রার ঘুমের দুই পাতা ট্যাবলেট নিয়ে আসছিলাম। বোতলে গুলিয়েও রেখেছিলাম। কিন্তু স্পেন জিতে যাওয়ায় মনটা ভালো হয়ে যায়। ফেলে দেই ওষুধ। এরপর ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেই। এখন আল্লাহর রহমতে ভালো আছি, আনন্দে আছি।