ষোলো আনা
আত্মহত্যার পথ থেকে স্বাভাবিক জীবনে
আলহামদুলিল্লাহ্, এখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র
ষোলো আনা ডেস্ক
১৪ মে ২০২২, শনিবার
এইচএসসি পরীক্ষা দেয়ার পর হতাশায় পড়ে গিয়েছিলাম। বাবা-মা চায় ডাক্তার হবো। পরীক্ষার পর মেডিকেল কোচিং করবো। আর বোন-দুলাভাই চায় ইঞ্জিনিয়ারিং। আমার কী ইচ্ছা কেউ জানতেই চাইলো না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই শিক্ষার্থী বলেন, এইচএসসি পরীক্ষার আগে ভালোবাসার মানুষের সঙ্গে বিচ্ছেদ হয়। হতাশা নিয়েই পরীক্ষা দেয়া। এরপর ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হলাম। ফলের দিন যত ঘনিয়ে আসছে ততোই হতাশা বাড়ছে। গণিত পরীক্ষা ভীষণ খারাপ হয়েছে। মনে হচ্ছিল এক বিষয়ে ফেল করবো
বিজ্ঞাপন
পাঠকের মতামত
শুভ কামনা।
100% right.
আত্মহত্যা করা কাপুরতা, মহাপাপ - যা আত্মহত্যাকারিকে জাহান্নামে নিয়ে যাবে। তাই কারই কোন কারনে আত্মহত্যা করার চিন্তা-ভাবনা থেকে দূরে থাকতে হবে। সব সময় মনে রাখতে হবে এটা ভারি অন্যায়।