ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান ১৪৪৬ হিঃ

টি-২০ বিশ্বকাপ

ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিলেন উইন্ডিজ কোচ

স্পোর্টস ডেস্ক

(২ বছর আগে) ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১০:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৩ অপরাহ্ন

mzamin

সুপার টুয়েলভ নিশ্চিত করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে দুই বারের চ্যাম্পিয়নরা। দলের ব্যর্থতায় ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে চাকরি ছাড়ার ঘোষণা দিলেন উইন্ডিজদের প্রধান কোচ ফিল সিমন্স।

প্রথম পর্বের দুই ম্যাচ শেষে ১ জয়ে সমান ২ পয়েন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের। অর্থাৎ, তৃতীয় ম্যাচের মোকাবিলায় বিজয়ী দলই সুপার টুয়েলভের টিকিট পেতো। সেই পরীক্ষায় সফল হয়নি ওয়েস্ট ইন্ডিজ। গত ২১শে অক্টোবর ক্যারিবিয়ানদের ৯ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে মূল পর্বে পৌঁছায় আইরিশরা।

আগামী নভেম্বরে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজেই তৈরি হবে কোচ সিমন্সের বিদায়ের মঞ্চ। পদত্যাগের বিবৃতিতে সিমন্স বলেছেন, ‘আমি জানি আমাদের এই ব্যর্থতায় শুধু আমাদের দল নয়; বরং যেসব দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করি, তারা সবাই কষ্ট পেয়েছেন। আমরা বিশ্বকাপে একদমই ভালো খেলতে পারিনি এবং আমাদের এবার বাইরে বসেই টুর্নামেন্টটা দেখতে হবে। এর জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।’

সিমন্স জানিয়েছেন হুট করেই পদত্যাগের সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, ‘কোচের পদ ছাড়াটা হঠাৎ করে নেয়া কোনো সিদ্ধান্ত নয়। আমি বেশ কিছুদিন ধরেই এ নিয়ে চিন্তা করছিলাম। এবার এটা সবাইকে জানানোর সময় এসেছে যে আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পরেই প্রধান কোচের দায়িত্ব ছাড়তে চলেছি। হয়তো কিছুটা আগেই এই সিদ্ধান্ত নিচ্ছি। তবে এখন আমি পুরোপুরিভাবে আমাদের টেস্ট দল যেভাবে উন্নতি করেছে, সেই ধারা বজায় রাখার চেষ্টা করবো।’

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সভাপতি রিকি স্কেরিট বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি তার কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের জন্য বোর্ডে পক্ষ থেকে ফিলকে (সিমন্স) ধন্যবাদ জানাতে চাই। তিনি একজন গর্বিত ক্যারিবিয়ান, যার কদর অনেক। মাঠে এবং বাইরে খেলোয়াড়দের জন্য এক অনুপ্রেরণার নাম তিনি।’

২০১৯ সালে দ্বিতীয় দফায় ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নেন ফিল সিমন্স। এর আগে তার কোচিংয়েই ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছিল ক্যারিবীয়রা।

টি-২০ বিশ্বকাপ থেকে আরও পড়ুন

টি-২০ বিশ্বকাপ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status