বিনোদন
নিজেকে ধার্মিক দাবি কঙ্গনার
বিনোদন ডেস্ক
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিনে এক বিশেষ ই-অকশনের সূচনা করেছে কেন্দ্রের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। সারা বছর নরেন্দ্র মোদি যে উপহার পেয়েছেন সেগুলো নিলামে তোলা হয়েছে। এই বিশেষ নিলামে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউয়াতও। ২রা অক্টোবর শেষ হয়েছে ১৬ দিন ব্যাপী ই-অকশন। তার আগেই কঙ্গনা দু’টি জিনিস কেনার জন্য ওই নিলামে বিড করেছেন। নিজের ইনস্টাগ্রামে কঙ্গনা জানিয়েছেন, তিনি রাম জন্মভূমি সম্পর্কিত দু’টি জিনিস কিনতে চেয়েছিলেন। ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাওয়া উপহারগুলো নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। বিভিন্ন অনুষ্ঠানে উনি যে উপহার এবং অ্যাওয়ার্ড পেয়েছেন সেগুলো দেখলাম। আমি রাম জন্মভূমির মাটি এবং রাম মন্দিরের মডেল কেনার জন্য নিলামে বিড করেছি। এই নিলাম থেকে প্রাপ্ত টাকা নমামি গঙ্গে প্রজেক্টে ব্যবহার করা হবে। ফলে আমাদের তো এই নিলামে অংশ নিতেই হতো। আপনারা কি কিনলেন?
পরবর্তীতে সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, আমি খুব ধার্মিক একজন মানুষ। তাই রাম জন্মভূমির মাটি কিনতে চেয়েছি। তাছাড়া রাম মন্দির কেমন দেখতে হবে তা কল্পনা করতাম অতীতে। সেই কারণেই এই মন্দিরের মডেল কিনতে চেয়েছিলাম আমি। ইনস্টাগ্রামে নিজের বেশকিছু ছবিও আপলোড করেছেন কঙ্গনা। প্রধানমন্ত্রীর উপহার পাওয়া এক নেতাজির প্রতিকৃতিকে স্যালুট করতে দেখা গিয়েছে ‘মণিকর্নিকা’ খ্যাত অভিনেত্রীকে।