বিনোদন
যে কারণে বেড়েছে শাকিব-বুবলীর দূরত্ব
স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর ২০২২, সোমবার
সন্তান শেহজাদ খান বীরকে গত শুক্রবার প্রকাশ্যে এনেছেন শাকিব খান ও বুবলী। তবে নিজেদের বিয়ের বিষয়টি প্রকাশ করেননি তারা। এ নিয়ে রহস্য রয়েই গেছে। কেউ বলছেন, শাকিব-বুবলীর বিয়ে হয়েছে, আবার কেউ বলছেন হয়নি। আবার একটি সূত্র বলছে, সন্তান হওয়ার পর শাকিব খান ও বুবলীর দূরত্ব কেবল বেড়েছে। এমনকি শাকিব তার কোনো নতুন ছবিতেও রাখেননি বুবলীকে। নানা আলোচনা ও বিতর্কের মধ্যদিয়েই গত শনিবার শাকিব খান ও শবনম বুবলী রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিং করেছেন। জানা গেছে, তপু খান পরিচালিত এই একটি গানের জন্যই ছবিটি মুক্তি দেয়া যাচ্ছিল না। ছবির পুরো কাজ করলেও শাকিব খান গানটির শুটিং না করেই পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে ৯ মাস থাকার পর দেশে ফেরেন তিনি গত মাসে। সম্প্রতি শাকিব খান ও বুবলীর ঘটে যাওয়া ইস্যুর পর থেকে গণমাধ্যমসহ সাধারণ মানুষের প্রবল আগ্রহ দেখা গেছে শাকিব খান ও বুবলীকে ঘিরে। তাই সকাল থেকেই শুটিং লোকেশনে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। তবে সন্ধ্যার আগে লোকেশন থেকে শুটিংয়ের কস্টিউমে একটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন বুবলী। সঙ্গে হার্টের ইমোজি দিয়ে লিখেছেন, লিডার, আমিই বাংলাদেশ। এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার ক্যামেরার সামনে এলেন শাকিব খান ও বুবলী। তবে ক্যামেরার সামনে এলেও অনেকেই মনে করছেন এটিই হতে পারে তাদের শেষ ছবি। কারণ শাকিব খানের অনুদানের ছবিসহ নতুন ছবির জন্য পূজা চেরিকেই ভাবা হচ্ছে। একটি সূত্র আবার বলছে, পূজার কারণেই শাকিব ও বুবলীর দূরত্ব আরও বেড়েছে। ‘গলুই’ ছবি করতে গিয়ে নাকি কাছাকাছি আসেন শাকিব ও পূজা। আর এ কারণেই পরবর্তী ছবিগুলোর জন্য শাকিবেরও প্রথম পছন্দ পূজা। প্রযোজক ও পরিচালকদেরও পূজাকে নেয়ার কথাই বলছেন নায়ক। এই নিয়ে বুবলী ও পূজার মধ্যে নাকি দ্বন্দ্বও তৈরি হয়েছে। একে অপরের কথাও তারা সহ্য করতে পারেন না। যদিও বিষয়টি নিয়ে একেবারেই মুখ খোলেননি পূজা।