বিনোদন
যে কারণে বেড়েছে শাকিব-বুবলীর দূরত্ব
স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর ২০২২, সোমবার
সন্তান শেহজাদ খান বীরকে গত শুক্রবার প্রকাশ্যে এনেছেন শাকিব খান ও বুবলী। তবে নিজেদের বিয়ের বিষয়টি প্রকাশ করেননি তারা। এ নিয়ে রহস্য রয়েই গেছে। কেউ বলছেন, শাকিব-বুবলীর বিয়ে হয়েছে, আবার কেউ বলছেন হয়নি। আবার একটি সূত্র বলছে, সন্তান হওয়ার পর শাকিব খান ও বুবলীর দূরত্ব কেবল বেড়েছে। এমনকি শাকিব তার কোনো নতুন ছবিতেও রাখেননি বুবলীকে। নানা আলোচনা ও বিতর্কের মধ্যদিয়েই গত শনিবার শাকিব খান ও শবনম বুবলী রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিং করেছেন। জানা গেছে, তপু খান পরিচালিত এই একটি গানের জন্যই ছবিটি মুক্তি দেয়া যাচ্ছিল না। ছবির পুরো কাজ করলেও শাকিব খান গানটির শুটিং না করেই পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে ৯ মাস থাকার পর দেশে ফেরেন তিনি গত মাসে।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]