বিনোদন
এবার হাদিদের সঙ্গে ডিক্যাপ্রিও’র রোমান্স
বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও’র সঙ্গে কিছুদিন আগেই ক্যামিলা মররন’র বিচ্ছেদের খবর প্রকাশ হয়। তার রেশ কাটতে না কাটতেই এবার জিজি হাদিদের সঙ্গে রোমান্সে মেতেছেন তিনি। জানা গেছে, তারা দু’জন একাধিকবার ঘুরতে গেছেন এবং একে-অপরকে সঙ্গ দিচ্ছেন। হাদিদ মনে করেন ক্যাপ্রিও সত্যিই একজন দুর্দান্ত লোক। তাদের বেশির ভাগ বিভিন্ন পর্ার্টিতে এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে একত্রে।