বিনোদন
মাধুরীর সিনেমা দেখতে গোটা হল বুক
বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার
বলিউডের সেরা অভিনেত্রীদের একজন মাধুরী দীক্ষিত। ভক্তদের মনের মণিকোঠায় রয়েছেন তিনি। বর্তমানে সিনেমার সঙ্গে সেভাবে যুক্ত না থাকলেও, তার ভক্তের সংখ্যা অগণিত। এই ভক্তদের তালিকায় রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এম এফ হুসেইনও। মাধুরীকে এতটাই পছন্দ যে, একবার গোটা হল বুক করে মাধুরীর সিনেমা দেখেছিলেন তিনি। ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমাতে মাধুরীকে দেখে মুগ্ধ হওয়ায় সিনেমাটি ৬৭ বার দেখেছিলেন তিনি। ১৯৯৯ সালে অভিনেত্রী যখন বিয়ে করে ইন্ডাস্ট্রিকে বিদায় জানানোর পরিকল্পনা করছিলেন, তখন হৃদয় ভেঙেছিল হুসেইনেরও। যদিও পরে মাঝে মধ্যে অভিনয় করেছেন মাধুরী। বলিউড অভিনেত্রীর বিয়ের পরেও তাকে ভুলতে পারেননি এই শিল্পী। ক্যানভাসে মাধুরীর রূপ ফুটিয়ে তুলতেন বিভিন্ন কায়দায়। হুসেইনের শিল্পী সত্তাকেও অনুপ্রাণিত করেছিলেন মাধুরী। অভিনেত্রীকে কেন্দ্র করে একাধিক ছবিও এঁকেছিলেন তিনি। এমনকি মাধুরীকে নিয়ে একটি সিনেমাও তৈরি করেছিলেন হুসেইন। ছবির নাম ছিল ‘গজ গামিনী’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মাধুরী। তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। ২০০০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এই ছবিটিতে পরিচালক হিসেবে ডেবিউ করেছিলেন এম এফ হুসেইন।