বিনোদন
কানাডায় প্রদর্শিত ‘শনিবার বিকেল’
স্টাফ রিপোর্টার
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার
তিন বছর ধরে সেন্সর ও আপিল বোর্ডে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা। সম্প্রতি সিনেমাটির প্রদর্শনী হলো কানাডার টরেন্টোতে। সেই প্রদর্শনীর কিছু ছবি রোববার রাতে ফেসবুকে পোস্ট করেছেন ফারুকী। ক্যাপশনে ফারুকী লেখেন, একটা ভালো শো আর দুর্দান্ত এনগেজিং কিউ-অ্যান্ড-এ যেকোনো ফিল্মমেকারের আরাধ্য। টরেন্টোতে ‘শনিবার বিকেল’র শো’টা ছিল এ রকমই একটা শো।