দেশ বিদেশ
মঞ্চে তাড়ুয়ার নতুন নাটক ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
স্টাফ রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৫, শনিবার
শিল্পকলা একাডেমির মঞ্চে তাড়ুয়ার নতুন নাটক ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ টানা দু’দিন মঞ্চস্থ হয়েছে। আজ এর তৃতীয় ও সমাপ্তি দিনে দর্শকদের জন্য আরও দুটি শো মঞ্চস্থ হবে। উল্লেখ্য, নাটকটি ২৩-২৫ এপ্রিল টানা ৪টি শো দর্শকের জন্য মঞ্চস্থ করছে তাড়ুয়া। ২৩ ও ২৪ তারিখ মঞ্চস্থ হয়েছে সন্ধ্যা ৭টায় এবং গতকাল এপ্রিল দুটি শো মঞ্চস্থ হয় বিকাল ৪টা ও সন্ধ্যে ৭ টায়। এতে অভিনয় করবেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি, সাক্ষ্য, কাইয়ুম, অভিজিৎ, ফরহাদ, অর্পিতা ও মুন্নি প্রমুখ।