ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

বিচ্ছেদের কারণ গোপনই রাখলেন এ আর রহমান

বিনোদন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২:১১ অপরাহ্ন

mzamin

টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। যদিও বিচ্ছেদের সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি, এমনই জানিয়েছিলেন তার স্ত্রী সায়রা বানুর আইনজীবী। বিচ্ছেদের পরে মনভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভাল হত, দাবি করেছিলেন রহমান। জানা যায়, নিজের দলের বেসিস্ট মোহিনীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন সুরকার। তবে এই ধরনের গুঞ্জন নস্যাৎ করে দিয়েছিলেন মোহিনী। এই বার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সুরকার নিজেও। রহমান বলেন, জেনে বুঝেই জনসমক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রত্যেককে ছাঁকনির মধ্যে দিয়ে যেতে হয়। সে ঈশ্বর হোন আর পৃথিবীর ধনীতম ব্যক্তি, কারও ছাড় নেই। তা হলে আমি আর এমন কে! যত খ্যাতি বেড়েছে, ততই শান্ত হতে শিখে গিয়েছেন রহমান। এই প্রসঙ্গে তিনি জানান, ঘৃণার বদলে বরাবরই শান্তিকে বেছে নিয়েছেন। তার কথায়, আমাকে নিয়ে কেউ নোংরা মন্তব্য করলে পাল্টা আমি বরং ঈশ্বরকে বলি, ক্ষমা করে দিও। তাকে নিয়ে ওঠা নানা সমালোচনার উত্তর দিলেও সায়রার সঙ্গে বিচ্ছেদের আসল কারণ তিনি এখনও রেখেছেন গোপনে।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status