ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ-অধিকার

স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

 দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন ইস্যুতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে একমত হয়েছে গণ-অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়েও একমত হয়েছেন উভয় দলের নেতারা।
গতকাল বুধবার বিকাল সোয়া ৪টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুই দলের শীর্ষ নেতারা। সংলাপ বিকাল ৩টায় শুরু হয়ে চলে ৪টা পর্যন্ত।
ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন- দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা আহমাদ আব্দুল কাইউম।
অপরদিকে, গণ-অধিকার পরিষদের পক্ষে সংলাপে উপস্থিত ছিলেন- দলের সভাপতি নুরুল হক নূর, সহ-সভাপতি ফারুক হাসান, মুখপাত্র হাসিবুর রহমান, উচ্চতর পরিষদ সদস্য এডভোকেট নুরে এরশাদ, উচ্চতর পরিষদ সদস্য হাসান আল মামুন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার দৃশ্যমান করে দ্রুত নির্বাচনের বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। বর্তমান নারী সংস্কার কমিশনে ইসলামবিরোধী এবং ধর্মবিরোধী যেসব বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো বাতিলের বিষয়ে আমরা একমত। যারা এদেশের মাটি ও মানুষের বিরুদ্ধে গণহত্যা, গুম, দেশের টাকা বিদেশে পাচার এবং ফ্যাসিস্ট মাধ্যমে আমাদের দেশকে অশান্ত করেছিল, হাজার হাজার মায়ের কোল খালি করেছিল, শহীদ করেছিল। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। 
তিনি আরও বলেন, আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র হওয়ার বিষয়ে একমত। গত ৫৩ বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে আমরা সুন্দর দেশ পাইনি। এখন আমরা চাচ্ছি গণ-অধিকার পরিষদ যুবকদের উদীয়মান একটি সংগঠন। তাদের সঙ্গে নিয়ে আমরা ইসলামিক দলগুলো জাতীয় সরকারের রূপরেখার বিষয়ে আলোচনা করেছি। এ ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়েও আমরা একমত হয়েছি। 
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার সফল গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদকে হটিয়েছি। এই ফ্যাসিবাদের আমলে দেশের সাধারণ মানুষ ও আলেম-ওলামা সবাই নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। বাংলাদেশ কার্যত প্রতিবেশি একটি দেশের রাজ্যে পরিণত হয়েছিল। 
তিনি আরও বলেন, দেশের কিছু মৌলিক সংস্কার ছাড়া যদি আমরা একই পথে চলি তাহলে আবার ফ্যাসিস্ট, স্বৈরাচার তৈরি হবে। এজন্য আমরা মনে করি যারা এই জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের একটি দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। একইসঙ্গে গণহত্যার সঙ্গে যারা জড়িত, তাদের রাজনীতি অন্তত বাংলাদেশে হওয়া উচিত না। যত দ্রুত সম্ভব বিচার এগিয়ে আনার বিষয়ে একমত হয়েছি। 
নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, সংখ্যানুপাতিক বা পিআর নির্বাচনের ক্ষেত্রে আমরা দুটো দল আগে থেকেই একমত। ফ্যাসিবাদের সময়ে স্থানীয় নির্বাচনে যারা ভোট ডাকাতির মাধ্যমে জনপ্রতিনিধি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার এবং নির্বাচন বাতিল করা দরকার। গত আট মাসে স্থানীয় প্রতিনিধি না থাকায় মানুষ সেবা পেতে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। এবং কিছু লোক সেসব জায়গায় জোরজবরদস্তি করে কিছুটা আধিপত্য বিস্তার করছে। 
তিনি আরও বলেন, আমরা বলেছি স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে জনগণ একটি স্বস্তি পেতে পারে। যেহেতু জাতীয় নির্বাচনের আগে সংস্কার হবে তার জন্য কিছুটা সময়ের প্রয়োজন, ঐকমত্য প্রয়োজন। এর আগে স্থানীয় নির্বাচন হতে পারে। এ বিষয়ে আমরা একমত। ভৌগোলিক কারণে যেসব বিদেশি শক্তি আধিপত্যবাদ ও রাজনীতির কলকাঠি নাড়ার চেষ্টা করে, সেসব আধিপত্যবাদমুক্ত কল্যাণ রাষ্ট্রের বিষয়ে আমরা একমত হয়েছি। এখানে ইসলামী মূল্যবোধবিরোধী, আদর্শবিরোধী কোনো কর্মকাণ্ডকে আমরা নৈতিকভাবে সমর্থন করবো না।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status