বিনোদন
স্বত্ব ফিরে পেতে প্রযোজকদের আবেদন
স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারচলচ্চিত্রের স্বত্ব ফিরে পেতে সব প্রযোজকের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর আবেদন করেছেন পাঁচজন চলচ্চিত্র প্রযোজক। আবেদনপত্রে কপিরাইট আইন ২০২৩-এর ১৭ ধারা (উপধারা ৩) ও ২১ ধারা উল্লেখ করে বলা হয়, অতীতে দেশের বিভিন্ন লেবেল প্রতিষ্ঠান নানা কৌশলে প্রযোজকদের কাছ থেকে চলচ্চিত্রের স্বত্ব লিখে নিয়েছে। বর্তমানে এসব লেবেল কোম্পানি চলচ্চিত্রগুলো নিজেদের ডিজিটাল প্ল্যাটফরমে সম্প্রচার করে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করছে, অথচ প্রকৃত প্রযোজকরা রয়েছেন উপেক্ষিত ও ক্ষতিগ্রস্ত। প্রযোজকদের দাবি, কপিরাইট অফিসে গিয়েও তারা ন্যায্য অধিকার পাননি। বরং বিগত সরকারের সময় তাদের বিপক্ষে সিদ্ধান্ত এসেছে বলে অভিযোগ উঠেছে। আবেদন গ্রহণ করার পর পরই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়। জানা গেছে, কপিরাইট অফিসকেও বিষয়টি সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। প্রযোজকদের সেই পাঁচ প্রতিনিধি হলেন- অভিনেতা-প্রযোজক-পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা, প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং প্রয়াত চিত্রনায়ক মান্নার পক্ষে তার স্ত্রী শেলী মান্না। তাদের সঙ্গে রয়েছেন- পরিচালক নারগিস আক্তার ও মনতাজুর রহমান আকবর।