ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

লাইফ সাপোর্টে ব্যারিস্টার রাজ্জাক

স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
mzamin

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। সোমবার তার জুনিয়র আইনজীবী শিশির মনির বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তার জন্য দোয়া চাই। ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী বলেন, বাবাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনা করেন তিনি। 
গত বছরের ২৬শে ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় ফিরেন। সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি ২০১৩ সালের ১৮ই ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন। যুক্তরাজ্যে থাকা অবস্থায় ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন। এরপর তিনি নতুন দল আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টা হন। ক্ষমতার পট পরিবর্তনের পর ১৭ই আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি। গত ২৬শে ডিসেম্বর দেশে ফিরেন তিনি।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status