বিনোদন
ছেলেকে প্রকাশ্যে আনলেন পরীমনি
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন

চিত্রনায়িকা পরীমনির মা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে বুধবার সন্ধ্যায় অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় পরীমনির ছেলেসন্তান। এদিকে, জড়িয়ে আজ সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পরী নবজাতককে প্রকাশ্যে এনেছেন। জানিয়ে দিয়েছেন ছেলের পুরো নামও। সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।