বিনোদন
'বর্ণচোরা ষড়যন্ত্রকারীরা সবসময় রাষ্ট্র পরিচালনাকারীদের ভেতর ঘাপটি মেরে থাকে'
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৯:০৫ অপরাহ্ন

১৬ বছরের হত্যা-গুম মামলা-হামলার ক্ষত এবং আবু সাঈদ, মীর মুগ্ধসহ হাজারো শহীদের রক্তে ভেজা বাংলাদেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের দালাল ও সেবকদের পুনর্বাসন করতে দেয়া হবে না- এভাবেই কথা গুলো বলছিলেন চলচ্চিত্রের বরেণ্য নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। আজ বিকেলে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এফডিসি এমডি'র নিয়োগ বাতিল ও চলচ্চিত্রে সংস্কারের দাবিতে পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে বিএফডিসিস্থ প্রযোজক সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন। এ সংবাদ সম্মেলন শুরু হয় বর্বরোচিত ধর্ষণে নিহত শিশু আছিয়ার হত্যাকারীদের বিচার ও ধর্ষকের ফাঁসি দাবি করে।
এদিকে নিজের বক্তব্যে নায়ক উজ্জ্বল আরো বলেন, বর্ণচোরা ষড়যন্ত্রকারীরা সবসময় রাষ্ট্র পরিচালনাকারীদের ভেতর ঘাপটি মেরে থাকে। এদের চিহ্নিত করে পরিত্যক্তদের ভাগাড়ে নিক্ষেপ করার এখনই সময়। পালায়নকৃত ফ্যাসিস্টের দালালচক্র থেকে নিয়োগকৃত বিএফডিসি'র এমডি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, অবিলম্বে এই নিয়োগচুক্তি বাতিল করতে হবে। চলচ্চিত্রাঙ্গন আধুনিকায়নের লক্ষে নতুন এমডি নিয়োগ দিয়ে সংস্কার কার্যক্রম শুরু করতে হবে। অন্যথায় চলচ্চিত্র কর্মীরা প্রতিরোধ ও আন্দোলনের মাধ্যমে বাধ্য করবে এই এমডিকে সরাতে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও প্রযোজক এম. এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, চলচ্চিত্র শিল্পী সমিতি'র ভারপ্রাপ্ত সম্পাদক অভিনেতা-প্রযোজক-পরিচালক আরমান, চিত্রনায়ক মেহেদি হাসান, চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ, সঙ্গীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু, চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন মিলন, পিজি মোস্তফা, হানিফ রেজা মিলন, চিত্রনায়ক শাহেন শাহ, রাজকমল, চলচ্চিত্র পরিচালক শাওন আশরাফ, এস এম সফিউল আজম, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির নেতা নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মহব্বত আলী, আজিজুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি'র আহ্বায়ক বদিউল আলম খোকন বলেন, দাবি একটাই, বিএফডিসি'র এমডি পরিবর্তন করতে হবে। পাশাপাশি ষোলো বছরে অকার্যকর করে ফেলা এফডিসিকে ঢেলে সাজাতে হবে। বিএফডিসি'র অর্গানোগ্রাম থেকে শুরু করে সবকিছুই সংস্কার করতে হবে। চলচ্চিত্রে সরকারি বিনিয়োগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকে উৎসাহিত করতে, টেক্স-ভেট সুবিধা দিতে হবে। বিএফডিসি'কে বিশ বছরের জন্য অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়ে সরকারি খাত থেকে কর্মকর্তা ও কর্মচারীর বেতনসহ সকল ধরণের ইউলিটি বিল পরিশোধে বরাদ্দ দিতে হবে। সব ধরনের কমিটি সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করতে হবে। সরকার ও চব্বিশের ঘোষণা অনুযায়ী সকল পর্যায় থেকে ফেসিস্ট দোসর, দালাল ও সেবকদের বাদ দিতে হবে।
এদিকে সংবাদ সম্মেলনে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি'র গবেষণা সেল নির্মিত একটি প্রামাণ্য চিত্রে এফডিসির এমডি হিসেবে কদিন আগে নিয়োগ পাওয়া মিজ তানির আওয়ামী প্রীতি তুলে ধরা হয়।