দেশ বিদেশ
তেলে সৌদি আরবের বার্ষিক রাজস্ব বৃদ্ধি পেয়েছে শতকরা ৮৯ ভাগ
মানবজমিন ডেস্ক
৭ আগস্ট ২০২২, রবিবারবার্ষিক ভিত্তিতে সৌদি আরবে তেল বিষয়ে রাজস্ব বৃদ্ধি পেয়েছে শতকরা ৮৯ ভাগ। এর ফলে এ বছরের প্রথম অর্ধাংশে ৭৭৯০ কোটি রিয়াল রাজস্ব উদ্বৃত্ত অর্জনে সহায়তা করেছে সৌদি আরবকে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। জুনে সমাপ্ত তিন মাসে তেল বিষয়ে রাজস্ব দাঁড়িয়েছে ২৫০৪০ কোটি রিয়াল। ২০২১ সালে একই সময়ে এই একই সময়ে এর পরিমাণ ছিল ১৩২১০ কোটি ডলার। এ বছরে দ্বিতীয় চতুর্থাংশে সৌদি আরবের মোট রাজস্বের মধ্যে তেলে অর্জিত রাজস্ব শতকরা ৬৮ ভাগ। মার্চে তারা তেল রপ্তানি করেছে ৩০০০ কোটি ডলারের। গত ৬ বছরের মধ্যে এই পরিমাণ সর্বোচ্চ। এপ্রিলের পর অশোধিত তেলের সর্বোচ্চ রপ্তানি বৃদ্ধি পায় জুলাইয়ে। এ সময়ে তেলের মূল্য নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক চাপ ছিল। গত মাসে সামুদ্রিক ক্ষেত্র থেকে শিপমেন্ট দেয়া হয়েছে দিনে ৭৫ লাখ ব্যারেল। জুনের এক দিনে এই পরিমাণ ছিল ৬৬ লাখ ব্যারেল। অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ও এর মিত্ররা, যা ওপেক+ নামে পরিচিত, তারা প্রায় এক বছর ধরে অশোধিত তেলের উৎপাদন পর্যায়ক্রমে বৃদ্ধি করে যাচ্ছে।