দেশ বিদেশ
রাজারহাটে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবারকুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড আকলিমা বেগম, ওসি মো. রাজু সরকার, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মণ্ডল, সমবায় কর্মকর্তা মো. শাহ আলম, অধ্যক্ষ আলহাজ সফিকুল ইসলাম (রানা), আওয়ামী লীগ নেতা চাষী আলহাজ আব্দুস ছালাম মাস্টার, ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা মন্টু কাজী ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন যুবদের মাঝে ২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক ও ২০ জনের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।