বিনোদন
তারকামেলায় 'ওহসোগো.ডট কম’এর যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৫ আগস্ট ২০২২, শুক্রবার, ৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৫ অপরাহ্ন

সংগীত তারকা তাহসান, হালের আলোচিত গান 'সাদাকালো'র গায়ক আরফান মৃধা শিবলু, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, নায়ক নীরব, ক্রিকেটার মাশরাফি আর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব বিস্তার করা জনপ্রিয় বিউটি ব্লগার আশফি অনাদি, লিন্ডা, বারিসা হক, ইশায়া নওশিন সুরভী, বুসরা কবিরসহ মিডিয়াসংশ্লিষ্টদের উপস্থিতিতে এক তারার মেলায় পরিণত হয় ‘ওহসোগো. কম’এর আনুষ্ঠানিক উদ্বোধনী যাত্রা। শতভাগ অথেন্টিক এবং দ্রুত পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা আর প্রতিশ্রুতি নিয়ে এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে ইন্টারন্যাশনাল বিউটি এন্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ডসের ই-কমার্স সাইট ‘ওহসোগো.ডট কম’ কার্যক্রম শুরু করে। এরপর থেকেই নিত্য নতুন প্রোডাক্ট সময়মত কাষ্টমারের কাছে পৌঁছে দিয়ে ইতোমধ্যেই আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। অথেন্টিসিটি, ক্যাশ অন ডেলিভেরি, ঢাকায় বিনাচার্জে মাত্র একদিনেই কাষ্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেয়ার সক্ষমতাই-কমার্স’এই সাইটকে জনপ্রিয় করে তুলেছে। সম্প্রতি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘ওহসোগো.কম’এর আনুষ্ঠানিক যাত্রায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সময় প্রতিষ্ঠানের সহযোগি প্রতিষ্ঠান ভেনচুরি পার্টনারস এর ব্যবস্থাপনা পরিচালক রিশিকা চান্দা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্বিতে বিউটি প্রোডাক্টস সেক্টরে যে পরিমাণ চাহিদা তৈরী হয়েছে তার সাথে বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব পরিবেশ এই ই-কমার্স প্রতিষ্ঠানের বিনিয়োগকে উদ্বুদ্ধ করেছে। প্রতিষ্ঠানের সিইও জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশে বিউটি ও পারসোনাল প্রোডাক্টের ব্যাপক বাজার তৈরী হলেও অনেক বেশি দাম দিয়েও অথেন্টিক ইন্টারন্যাশনাল প্রোডাক্ট পায় না ভোক্তারা। ‘ওহসোগো.কম' এমন একটি মার্কেটপ্লেস যেখানে সঠিক দামে শতভাগ আসল প্রোডাক্ট পাওয়া যায় এবং তা সবচেয়ে কম সময়ে।