বিনোদন
‘ভাষার গান’ এ তারা
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে ‘ভাষার গান’ শীর্ষক অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন গুণী অনেক সংগীতশিল্পী থেকে শুরু করে চলতি প্রজন্মের শিল্পীরা। পিয়াল হাসানের গ্রন্থনা ও গবেষণায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা জেবীন। অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেছেন- রিজিয়া পারভীন, পিয়াল হাসান, দিঠি আনোয়ার, নওশীন তাবাস্সুম স্মরণ, সালমা জাহান, সুলতানা চৌধুরী, মুহিন খান, মোমিন বিশ্বাস। আর এ গানগুলো লিখেছেন- মোহাম্মদ রফিকুজ্জামান, কবি খোসনুর, মো. মনিরুজ্জামান মনির, মুন্সী ওয়াদুদ, ফরিদা ফারহানা। সংগীত পরিচালনায় ছিলেন মোহাম্মদ ইসহাক। অনুষ্ঠানটি নির্দেশনায় ফিরোজ আহমেদ দুলাল। অনুষ্ঠানটি ২১শে ফেব্রুয়ারি রাত ১০টার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। এ প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের দেশের একটি ঐতিহাসিক অধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার প্রতি শ্রদ্ধা ও শহীদদের স্মরণে গানগুলো আমরা করেছি। গানগুলো করতে গিয়ে অনেকেই আমরা আবেগপ্রবণ হয়েছি। সবচেয়ে বড় কথা- ভাষা দিবসটিকে গানে গানে তরুণদের মাঝে পৌঁছাতে বেশ ভালো ভূমিকা রাখতে পারে এসব অনুষ্ঠান। আশা করছি, ‘ভাষার গান’ ভালো লাগবে শ্রোতা-দর্শকদের।