ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

মডেল মসজিদের মাধ্যমে মানুষ নামাজমুখো হবেন: ধর্ম উপদেষ্টা

পেকুয়া (কঙবাজার) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

মডেল মসজিদের মাধ্যমে মানুষ নামাজমুখো হবেন বলে মন্তব্য করেছেন- ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। সোমবার সকাল ১০টার দিকে কঙবাজারের পেকুয়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন কালে এসব মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, ৫০টি মসজিদ রেডি আছে এসব মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি, ইসলামিক মূল্যবোধ, ভাতৃত্বের  একটা আবহ তৈরি হবে, মানুষ নামাজমুখো হবেন। মানুষ যখন নামাজমুখো হন তখন সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। ধর্ম পালনের যে ঐতিহ্য আরও বেগবান হবে মানুষের মাঝে, নৈতিকতার উজ্জীবন ঘটবে। 

তার আগে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম. খালেদ হোসাইন বক্তব্য রাখেন। অন্যদের মাঝে প্রকল্প পরিচালক ফেরদৌস উজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল হোসেন চৌধুরী, গণপূর্ত বিভাগের চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহ্‌জালাল মমুজদার সহ অনেকে বক্তব্য রাখেন।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status