বিনোদন
নতুন নাটকে ইমতু-জারা
স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
ভালোবাসা দিবস উপলক্ষে প্রেম ও বিরহের গল্পে নির্মিত হয়েছে ‘বিষাক্ত বকুলের গল্প’ নাটক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনীকার সুদীপ্ত সাঈদ খানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ ও জারা জয়া। এতে আরও অভিনয় করেছেন- রকি খান, জয় রায়, তাসনিম ডিম্পল, এইচ এস রোকনসহ অনেকে। নাটকটি শনিবার রাতে ‘মেলা’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।