বিনোদন
এবার পরিচালনায় রোদেলা
স্টাফ রিপোর্টার
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
গেল বছরের শেষে প্রকাশিত হয়েছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বড় মেয়ে রোদেলার কণ্ঠে ‘রাজকুমার’ শিরোনামের একটি গান। প্রকাশের পর থেকে গানটি বেশ প্রশংসিত হয়। এরপরই ন্যান্সির গানের মডেল হন মেয়ে রোদেলা। চলতি মাসেই ন্যান্সির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। ইব্রাহিম মাহাদির পরিচালনায় ‘তোমারই আছি’- গানের ভিডিওতে দেখা যাবে রোদেলাকে। তবে এই গান প্রকাশের আগেই আরেক ধাপ এগিয়ে গেলেন রোদেলা। মিউজিক ভিডিও পরিচালনায় পা বাড়িয়েছেন তিনি। একদিন আগেই তার পরিচালনায় ‘প্রেমে পড়ার গান’র মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে ন্যান্সির ইউটিউব চ্যানেলে। তারিক বিন ইসলাম তুহিনের লেখায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি নিজেই। পূর্বাচল শীতলক্ষ্যা রিসোর্ট অ্যান্ড পার্কে এই গানে মিউজিক ভিডিও’র শুটিং করা হয়। ন্যান্সি-কন্যা রোদেলা নিজেও মায়ের মতো নিয়মিত গানের চর্চা করেন। পাশাপাশি নাচেও তালিম নিয়েছেন তিনি। এমনকি আগ্রহ আছে অভিনয় এবং মডেলিংয়েও। সেই আগ্রহ থেকে প্রথমবারের মতো মডেল হন, আর এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন মায়ের গানে। তার পরিচালিত এ গানে মডেল হয়েছেন প্রেমি চ্যাম্বুগং ও সোমুয়েল ম্রোং। রোদেলা জানান, ছোটবেলা থেকেই মায়ের মতো গানের প্রতি অন্যরকম টান তার। তারই ধারাবাহিকতায় ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থাতেই গানে অভিষেক হয়। তিনি বলেন, মায়ের গানের মিউজিক ভিডিও পরিচালনা করে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। এটা ভবিষ্যতে কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।