বিনোদন
ব্যক্তিগত ভিডিও ফাঁস, অভিযুক্তকে ক্ষমা করলেন ইমশা
বিনোদন ডেস্ক
(১ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৪ পূর্বাহ্ন

বেশ কিছুদিন থেকে চর্চায় রয়েছেন পাকিস্তানি টিকটক তারকা ইমশা রহমান। সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত ভিডিও ফাঁস করা হয়। এ ঘটনায় আবদুল আজিজ নামের একজনকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত সেই ব্যক্তিকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছেন ইমশা। জানা যায়, গ্রেপ্তারের পর ঘটনায় অভিযুক্ত আজিজকে ইসলামাবাদের একটি আদালতে তোলা হয়। আর এ ঘটনায় তিনি অনুতপ্ত বলেও জানিয়েছেন। যার ফলে তার জামিনের বিরোধিতা করা হয়নি বলে জানালেন ইমশার আইনজীবী হাদি আলি। তবে আদালতে শুনানি চলাকালে আবদুল আজিজকে শর্ত সাপেক্ষে ক্ষমা করার কথা জানান ইমশা।